যশোর প্রতিনিধি: পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে যশোরের মনিরামপুর থানা ও পৌর বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনিরামপুর থানা বি.এন.পির আহবায়ক এড. শহীদ মোঃ ইকবাল হোসেন বলেন ৯ই মে হইতে ১২ই মে পর্যন্ত চিকিৎসার জন্য দেশের বাহিরে ছিলেন। চিকিৎসা শেষে দেশে ফেরার পর জানতে পারলেন গত ১১ই মে দৈনিক কল্যাণ পত্রিকায় তার বিরুদ্ধে ৮ই মে অনুষ্ঠিত মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে একটি সংবাদ ছাপা – হয়েছে। পত্রিকার শিরোনাম ছিল “দলীয় সিদ্ধান্ত মানেননি মনিরামপুর বি.এন.পি নেতা শহিদ ইকবাল উপজেলা ভোটে ছিলেন লাভলুর পক্ষে” এবং ০৩ (তিন) জন বি.এন.পি কর্মীর নাম উল্লেখ করে কিছু তথ্য প্রচার করা হয়েছে একজন রোহিতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী মনির হোসেন সংবাদটির কোন কিছু শেষ নামানো হয়নি বলে সে বিষয়ে তার বক্তব্য নেই, তাবে যার নাম উল্লেখ করা হয়েছে তিনি সভাপতি প্রার্থী নন সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচিত সভাপতি। আরো বলা হয়েছে তিনি নাকি দলীয় সিদ্ধান্ত অমান্য করেছি এবং আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসেন লাভলুর পক্ষে এড. শহীদ মোঃ ইকবাল হোসেন ও তার অনুসারিরা ভোট করেছে এবং দলীয় গুরুত্বপূর্ণ পদে থেকে আওয়ামীলীগ নেতা কর্মীদের সাথে সাখ্যতা বজায় রেখেছে। ফলে নাকি বি.এন.পির আন্দোলন বাধা গ্রস্থ হয়েছে। তিনি আরো বলে আমি নাকি বিগত জাতীয় সংসদ নির্বাচনে দলের ভাবমুত্তি নষ্ঠ করে আওয়ামীলীগের পক্ষে কাজ করেছি। থানা বি.এন.পির সদস্য হারুন অর রশীদকে কোড করে বলা হয়েছে তিনি নাকি বলেছেন আমি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ব্যাক্তিগত সার্থ হাসিলের জন্য আওয়ামীলীগের নেতাদের সাথে আতাত করেছি এবং উপজেলা নির্বাচনে আমি এবং আমার অনুসারিরা আমজাদ হোসেন লাভলুর পক্ষে ভোট করেছি যার কারনে বি.এন.পি নেতাকর্মীরা হুমকির মধ্যে পড়েছে এবং আন্দোলন রাধা গ্রস্থ হয়েছে। একই সাথে মনিরামপুর সেচ্ছাসেবক দলের সভাপতি নাকি মাসুদ গাজী তিনি বলেছেন একজন মাত্র মানুষের জন্য বি.এন.পি অস্তিত্ব সংকটে পড়েছেন। বার বার তিনি বি.এন.পির সাথে বেইমানি করেছেন। কিন্তু তার বিরুদ্ধে জেলা বি.এন.পি কোন ব্যবস্থা নিচ্ছেনা। আরো বলেছেন ৮ই মে নির্বাচনের পর মনিরামপুর বি.এন.পির অন্তত ৫০০ জন নেতা কর্মী দল ত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। জেলা বি.এন.পির কাছে নাকি অভিযোগ জানাবেন। আমার কর্মকান্ডে সবাই নাকি বিরক্ত। এলাকার মানুষ বলাবলি করছে আমার নাকি নীতি নৈতিকতা নেই। হরিদাসকাটি ইউনিয়ন বি.এন.পির যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন সহ কয়েকজন নেতাকর্মী সরাসরি আনারস মার্কায় নির্বাচন করেছেন এবং পেছন থেকে কলকাটি নেড়েছি আমি। মনিরামপুর থানা বি.এন.পির আহবায়ক এড. শহীদ মোঃ ইকবাল হোসেন সাংবাদিকদের জানান আমি কারো বিরুদ্ধে কোন অভিযোগ করার জন্য সংবাদ সম্মেলন আহবান করি নি। আমি শুধুমাত্র আমার অবস্থান তুলে ধরার জন্য আজকের আয়োজন। এই সরকারের অধিনে কোন নির্বাচনে বি.এন.পি অংশগ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন। মনিরামপুর বি.এন.পির সকল স্তরের নেতা কর্মীরা সেটা অকপটে মেনে নিয়েই দলের সিদ্ধান্তের পক্ষে ১০০ ভাগ কাজ করেছে এবং করবে এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরো আমি ২০০২ সাল থেকে বি.এন.পির সভাপতি ছিলাম এবং বর্তমানে থানা বি.এন.পির আহবায়ক। এই দীর্ঘ বছর ধরে কখনো কোন দিনও দলের সিদ্ধান্ত অমান্য করে কোন কাজ করিনি এবং করার ইচ্ছা নাই। যার কারনে আমার উপর অত্যাচার, নির্যাতন, নিপিড়ন কম হয়নি। মিথ্যা মামলা হয়েছে ৪৪ টি, বাড়ি ও গাড়ী ভাংচুর হয়েছে একাধিকবার, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়েছে। ছোট ভাই তুহিন কে মেরে পা ভেঙ্গে দেওয়া হয়েছে, ছোট ভাই নিস্তার ফারুক সদর ইউনিয়নের তিন তিন বারের চেয়ারম্যান তার উপর বোমা নিক্ষেপ করে তার দাত এবং কান নষ্ট করে দেওয়া হয়েছে। ছোট ভাই আকতার ফারুক মিথ্যা মামলার কারনে বাড়ি ছাড়া হয়ে মাঠে ময়দানে নির্ঘুম অবস্থায় রাতের পর রাত কাটানোর মধ্যে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাছাড়া অন্য দুই ভাই কবির হোসেন ও শাহিনুর রহমান একাধিক মিথ্যা মামলায় আসামী হয়ে আদালতে ধর্না দিচ্ছে। আমার আত্মীয় স্বজনরাও মিথ্যা মামলার পাশাপাশি নানা হয়রানির শিকার হচ্ছে। এর পরও আমার পরিবার আমার আত্বীয় স্বজন কেও কোন দিন বি.এন.পির রাজনীতি ছেড়ে যায়নি ছেড়ে যাওয়ার সম্ভাবনা নেই এবং যাবেনা। তিনি সংবাদ সম্মেলনে বলেন পত্রিকার সংবাদের বিষয়টি যতদুর জনা যায় হারুন অর রশীদ বি.এন.পির সদস্য টেলিফোনে জানান যে, দৈনিক কল্যাণের কোন সাংবাদিক এর সাথে তার নির্বাচন সম্পর্কে কোন আলাপ হয়নি তবে থানা বি.এন.পির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টুর সাথে টেলিফোনে কথা হয়েছে। জানিনা তিনি সাংবাদিক কিনা। সে আলোচনার মধ্যে দলের আহবায়কের বিরুদ্ধে কোন কথা বলিনি। মাসুদ সম্পর্কে আমার কোন বক্তব্য নাই যেহেতু তিনি সেচ্ছাসেবক দলের সভাপতি পরিচয় দিয়েছেন আমার জানা নাই তবে এটুকু বলতে পারি বি.এন.পির ৫০০ নেতা কর্মী দল ত্যাগের প্রশ্নই আসে না বরং মাসুদ গাজী একটি প্রতিকের পক্ষে নির্বাচন করেছেন বলে জানা যায়। বিষয়টি সম্পর্কে দৈনিক কল্যাণের মনিরামপুরের প্রতিনিধি কে জানতে চাইলে একাধিক ব্যাক্তিকে তিনি মুঠোফোনে জানান তিনি এ সংবাদ পরিবেশন করেননি এ সংক্রান্ত একটি টেলিফোনে কল্যাণ পত্রিকায় দায়ীত্ব প্রাপ্তদের সাথে আলাপ করে কল রেকর্ড করে শুনান। শহীদ মোঃ ইকবাল হোসেন, বলেন আমি বলতে চাই এই সংবাদের আমি প্রতিবাদ পাঠিয়ে শেষ করতে পারতাম কিন্তু বাস্তব অবস্থা তুলে ধরতে পারতাম না। তাই এই আয়োজনের ভিতর দিয়ে আমার অনুরোধ শুধু আমি নই কারো রিরুদ্ধে কোন সাংবাদ পরিবেশন করতে হলে অন্তত কিছু ভিত্তি থাকতে হবে। শুধু বাহুবা পাওয়ার জন্য রসালো সংবাদ পরিবেশন করা আদৌ উচিৎ নয়। তাছাড়া বিগত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের সাথে তুলনা করলে বি.এন.পি উপজেলা ভোটে জড়ানোর বিষয়টি যে সত্য নয় তার একটা প্রমান মেলে। জানা যায় আত্মীয় তার সূত্র ধরে কিছু কিছু বি.এন.পি কর্মী উভয় প্রার্থীর পক্ষে ভোট দিয়েছেন যেটার সংখ্যা খুবই নগন্য। বিষয়টি অনুসন্ধান চলছে উদ্ধতন নেতৃবৃন্দের সাথে আলাপ করে ব্যবস্