অনলাইন ডেস্ক: ইউ.কে বাংলাদেশ ক্যাটালিষ্ট অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এর বার্ষিক সাধারন সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) ওয়েস্টহাম স্টেশন সংলগ্ন ইমপ্রেশন ইভেন্ট হলে আয়োজন করা হয় এই অনুষ্টানের।
ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডাইরেক্টর রহিমা মিয়ার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন- ইউকেবিসিসিআই এর প্রেসিডেন্ট এম.জি মাওলা মিয়া এমবিই।
তিনি শুরুতেই আগত অতিথিদের সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
সেই সাথে ২০২২ এবং ২০২৩ সালের ইউ.কে বিসিসিআইয়ের বিভিন্ন উদ্যোগে সকলের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন- দিন দিন ব্রিটেনে বাংলাদেশী ব্যবসায়ীদের আস্থার সংগঠন হয়ে উঠেছে ইউকেবিসিসি। দেশের সাথে যোগসূত্র তৈরীতে বাংলাদেশের ব্যবসায়ীদের সর্ব বৃহৎ প্রতিষ্ঠান এফবিসিসিআইয়ের সাথে সমঝোতা স্মারক চুক্তি বিষয়টিও সবাইকে অবগত করেন। এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিই।
তার বক্তব্যের শুরুতেই তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে শংকা প্রকাশ করেন। সাথে সাথে অবস্থার তড়িৎ উন্নতির জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
এরপরেই দুই বছরের বার্ষিক একাউন্টেস পেশ করেন ফাইনেন্স ডিরেক্টর কামরু আলি।
তার রিপোর্টে গত দুই অর্থ বছরের চিত্র ফুটে উঠে। তিনি আরো বলেন এবার বিভিন্ন শহর থেকে অন্যান্য সময়ের চেয়ে অনেক মেম্বার যোগ হন ইউকেবিসিসিআই ফোরামে।
এতে আরও বক্তব্য রাখেন ইউকেবিসিসিআই এর মিডল্যান্ডস রিজিওনাল প্রেসিডেন্ট ইমাম উদ্দিন আহমেদ এবং ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জয়নাল।
অনুষ্ঠানে ভোট অব থ্যাংক্স প্রদান করেন ইউকেবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মুকাদ্দুস ।
অনুষ্ঠানে ইউকেবিসিসিআই অন্যান্য ডাইরেক্টরসদের মধ্যে আরও উপস্হিত ছিলেন, প্রাক্তন প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল ইসলাম নুরু, হারুন মিয়া, এ কে খালিক জামাল, ব্যারিস্টার আনোয়ার মিয়া, আব্দুল করিম নাজিম, ডং জস উদ্দিন, করিম মিয়া শামীমসহ অনেকেই।