TV24@bangla ২৯ অক্টোবর ২০২৫ , ২:৩৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
টিভি২৪ বাংলা, লন্ডন: গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওনের নতুন কমিটির অভিষেক সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় কেন্ট শহরের এক স্থানীয় সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ ইস্ট রিজিওনাল চেয়ারপার্সন হারুনুর রশিদ। নবগঠিত কমিটিকে পরিচয় ও শপথ পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্যাট্রন ও শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসাইন এমবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল কাইয়ুম কায়সরসহ কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দ।
৬১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে মুক্তার আলীকে চেয়ারপার্সন, তাহামুল হোসেন লিটনকে জেনারেল সেক্রেটারি, আব্দুল আহাদকে ট্রেজারার এবং কবি নুরজাহান শিল্পীকে উইমেন্স অ্যাফেয়ার্স সেক্রেটারি করা হয়েছে।
বক্তারা বলেন, “আমাদের রেমিট্যান্সের টাকায় দেশের অর্থনীতি সচল থাকলেও সিলেটবাসী প্রশাসনিক অবহেলায় বঞ্চিত হচ্ছে—এটা মেনে নেওয়া যায় না।”
তারা ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্প দ্রুত সম্পন্ন, প্রবাসীদের হয়রানি বন্ধ, ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু এবং বিমান ভাড়া কমানোর দাবি জানান।
সভায় বক্তারা সতর্ক করে বলেন, “যদি সিলেট অঞ্চলের উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া না হয়, প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বন্ধসহ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”
শেষে প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান।











