TV24@bangla ১৭ মে ২০২৪ , ৭:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
বৃটিশ মূলধারার রাজনীতি ও স্থানীয় কাউন্সিলগুলোর নির্বাচনে বাংলাদেশী বৃটিশরা এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় লন্ডনের এনফিন্ড কাউন্সিলে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র আমিরুল ইসলাম।
নির্বাচিত মেয়র আমিরুল ইসলাম প্রতিক্রিয়ায় বলেন, তিনি গর্বিত ও সম্মানিত বোধ করছেন। তাকে নির্বাচিত করায় সহকর্মী কাউন্সিলার ও কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি কমিউনিটির উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যান্য কাউন্সিলার ও কমিউনিটি নেতা ও বাংলাদেশীরাও, আমিরুল ইসলাম মেয়র নির্বাচিত হওয়ায় তাদের উচ্ছাস প্রকাশ করেন।
সম্প্রতি তিনি লন্ডন বারা অব এনফিন্ড এর বার্ষিক কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে মেয়র নির্বাচিত হয়ে, গত বুধবার শপথ গ্রহণ করেন তিনি।
এর আগে ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
উল্লেখ্য নবনির্বাচিত মেয়র আমিরুল ইসলামের দেশের বাড়ী নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামে।” তিনি বর্তমান একজন বৃটিশ নাগরিক