জাতীয়

ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পূর্ব শাখার বৃক্ষরোপণ অভিযান

  TV24@bangla ১৩ জুলাই ২০২৪ , ৯:৫৬ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক: “একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে।”
এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান’২৪ উপলক্ষ্যে গাছের চারা বিতরণ ও রোপণ করেছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পূর্ব শাখা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্লানিং এ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক ডা. উসামাহ রাইয়ান। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পূর্ব শাখার সম্মানিত সভাপতি রাশেদুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা এবং উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।