খুঁজুন
সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বৃটিশ বাঙ্গালীদের চট্টগ্রামের মেজবানীর আমেজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৩:৩৯ অপরাহ্ণ
বৃটিশ বাঙ্গালীদের চট্টগ্রামের মেজবানীর আমেজ

নিজস্ব প্রতিবেদক: ইংল্যান্ড প্রবাসীদের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবানি স্বাদ দিতে ও বাংলা নববর্ষ -১৪৪১ কে বরণ করে নিতে এক অনুষ্ঠান মালার আয়োজন করেন লন্ডন গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন।

গত (১৯ মে) দুপুরে ওল্ডামস্থ গ্রান্ড ভ্যানুতে, গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন চেয়ারম্যান ফয়সাল কবির নিক্সনের সভাপতিত্ব জমকালো আয়োজন বাংলা নববর্ষ ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের স্বাদ গ্রহণ করেন লন্ডনে বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৩হাজারের অধিক বৃটিশ নাগরিক ও বাংলাদেশী।

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল চৌধুরী, এটি এম হুমায়ন কবির এবং মফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের বাংলাদেশ রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ম্যানচেস্টার গরটন থেকে নির্বাচিত ব্রিটিশ পার্লামেন্ট সংসদ সদস্য আফজাল খান সিবিই, টেমসাইড কাউন্সিলের মেয়র মিসেস তাজফিস শরীফ, ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই, গ্রেটার ম্যানচেস্টারের ডেপুটি লেফটেন্যান্ট মুজাহিদ খান, বাংলাদেশ সহকারী হাই কমিশন, ম্যানচেস্টারের কাজী জিয়াউল হক এবং বিমান বাংলাদেশ ম্যানচেস্টারের ব্যবস্থাপক মাসুদুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, লিম প্রপারটিস লন্ডন লিমিটেড, লিম সলোয়েশন লিমিডেট, লিম গ্লোবাল এডুকেশন এর স্বত্বাধিকারী ও স্পন্সর করেন tv24 বাংলা এর নির্বাহী প্রধান মোহাম্মদ মাসুদুর রহমান।

আরো উপস্থিত ছিলেন গ্রেটার চট্টগ্রামের এসোসিয়েশনের প্রেসিডেন্ট আকতারুল আলম, চট্টগ্রাম সমিতি উ.কে এর প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিম উদ্দীনসহ, নর্থ ওয়েষ্টের বিভিন্ন কাউন্সিলের কাউন্সিলর, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক এবং সমাজের বিভিন্ন প্রতিনিধিসহ ইউকের প্রায় ১৮টি শহর থেক প্রায় তিন হাজারের অধিক চট্টগ্রামবাসী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মূল আর্কষণ ছিলো চট্টগ্রামের মেজবানি, এই অনুষ্ঠান তার ঐতিহ্যবাহী আতিথেয়তা ও বিশাল আয়োজনের জন্য পরিচিত

এই প্রথাগত ভোজ উৎসবে সমাজের সবাইকে আমন্ত্রণ জানানো হয় এবং গরুর মাংস, বুটের ডাল , গরুর নলা সহ অন্যান্য সুস্বাদু খাবার পরিবেশন থাকে এই আয়োজনের প্রধান আর্কষণ।

ইংল্যান্ড প্রবাসী ও বৃটিশ নাগরিকদের এই মেজবান মূলত সামাজিক বন্ধনকে সুদৃঢ় করতে এবং সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করতে সহায়ক হয়।

অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মিসেস সাঈদা মুনা তাসনিম’কে আজীবন সদস্যপদ ও অভিনন্দন স্বারক প্রদান করা হয়।

মনোমুগ্ধকর অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের সেবা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মিসেস সাঈদা মুনা তাসনিম।

সমসাময়িক গাজা ইস্যু নিয়ে আলোচনা করেন ব্রিটিশ এমপি আফজাল খান। তিনি গাজা নিয়ে মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদী হওয়ার পরামর্শ দেন

কাউন্সিলর আব্দুল জব্বার বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ বিমানের প্রশংসা করেন।

ডেপুটি লেফটেনেন্লেট মুজাহিদ খান ব্রিটিশ ও বাংলাদেশীদের মধ্যে সেতুবন্ধন আরো জারালো করার গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রামের কৃতি ছাত্রছাত্রীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এছাড়াও, অনুষ্ঠানে চট্টগ্রামে জন্ম নেওয়া কৃতি সন্তান, ইংল্যান্ডের সনামধন্য বিশ্ববিদ্যালয় এইজহীলের প্রাক্তন শিক্ষক তাসলিম সাকুরের লেখা বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের নর্থ ওয়েস্ট কর্মকাণ্ড বিষদ বিবরণযুক্ত বইটি মোড়ক উন্মোচন করেন সংগঠনের চেয়ারম্যান ফয়সাল কবির নিক্সন।

টেম সাইড মেয়র সামাজিক কর্মকান্ডে অবদান রাখায়,
ফয়সাল কবির নিক্সনেকে ইউকের মহামান্য কিং এর উপাহার ব্রোচ পরিয়ে দেন।

সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ডক্টর এন এইচ এস খানকে ১৯৯৫ সালে এই সংগঠনের প্রথম অনুষ্ঠানের ব্যানার নিজ হাতে লেখার স্বীকৃতি স্বরূপ।

মেজবানের জন্য চট্টগ্রাম থেকে বিশেষভাবে আনা মসলা ও রান্নার ভূয়সী প্রশংসা করেন আগত অতিথিবৃন্দ।

এ অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন নতুন প্রজন্মের কাছে তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে ও সংরক্ষণ করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানের সফলতায় বাংলাদেশের নতুন প্রজন্ম চট্টগ্রামের ঐতিহ্য সম্পর্কে গভীর ধারণা পাবে।

চট্টগ্রাম-১০ আসনে হেলালীকে বিজয়ী করে ‘জুলাই বিপ্লব’ সফল করার আহ্বান – মুহাম্মদ নজরুল ইসলাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৮:৫৪ পূর্বাহ্ণ
   
চট্টগ্রাম-১০ আসনে হেলালীকে বিজয়ী করে ‘জুলাই বিপ্লব’ সফল করার আহ্বান – মুহাম্মদ নজরুল ইসলাম

টিভি২৪ বাংলা: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম বলেছেন, “চট্টগ্রাম-১০ আসনে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে বিজয়ী করার মাধ্যমে ‘জুলাই বিপ্লব’ সফল করতে হবে।”

১৪ জুন চট্টগ্রামের ২৫ নম্বর রামপুর ওয়ার্ড জামায়াত আয়োজিত নির্বাচনী কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভাটি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

তিনি বলেন, “জামায়াত ইসলামি একটি আদর্শিক দল। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই আমরা রাজনৈতিক মাঠে সক্রিয় আছি। অধ্যক্ষ হেলালী একজন জননন্দিত নেতা। তাঁর বিজয়ের মধ্য দিয়েই আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তনের সূচনা হবে।”

সভায় সভাপতিত্ব করেন ২৫ নম্বর রামপুর ওয়ার্ড জামায়াতের আমীর ড. শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজী, পাহাড়তলী থানা আমীর নুরুল আলম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি জনাব মকবুল আহমদ।

সভায় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের অবস্থান এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে দুর্নীতি, অন্যদিকে মূল্যবৃদ্ধি ও নাগরিক দুর্ভোগ—সবকিছু মিলিয়ে জনগণ একটি বাস্তব পরিবর্তনের অপেক্ষায় আছে। এই পরিস্থিতিতে অধ্যক্ষ হেলালীর মতো নেতৃত্ব প্রয়োজন।

সমাপনী বক্তব্যে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, “জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করতে চাই। জনগণের রায় যদি পাই, তাহলে সংসদে তাদের কণ্ঠস্বর হব। সকলের সহযোগিতা চাই, যেন আমরা একটি কল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠা করতে পারি।”

বিচার ও সংস্কার নিশ্চিত করে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন শাহজাহান চৌধুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৮:৫১ পূর্বাহ্ণ
   
বিচার ও সংস্কার নিশ্চিত করে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন শাহজাহান চৌধুরী

নিউজ ডেস্ক: বিচার ও সংস্কার নিশ্চিত করে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে করতে হবে, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সভায় শাহজাহান চৌধুরী।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থেকে এবং বিচার ও সংস্কার নিশ্চিত করে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

রবিবার (১৫ জুন) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর দেওয়ানবাজারস্থ বিআইএ কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী ও হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী সবুজ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী আরও বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস বিগত ৬ জুন জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। তার এই ঘোষণার পর লন্ডন সফরকালে একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় ঘটেছে বলে আমরা মনে করি। এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণœ করেছে। আমরা মনে করি, প্রধান উপদেষ্টা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এ ব্যাপারে তার অভিমত প্রকাশ করবেন।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে প্রধান উপদেষ্টা একটি দলের সাথে বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিং করায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে। যেখানে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল সক্রিয়ভাবে বিদ্যমান, সেখানে শুধু কোনো একটি দলের সাথে আলাপ করে দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সঠিক বলে বিবেচিত হতে পারে না।

বৈষম্যহীন সমাজ করতে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করতে হবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
   
বৈষম্যহীন সমাজ করতে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করতে হবে

টিভি২৪ বাংলা: জুলাই আন্দোলনের যোদ্ধাদের স্বপ্ন ন্যায় ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াত মনোনীত প্রার্থীদের আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে চট্টগ্রাম মহানগরীর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর নজরুল ইসলাম।

শুক্রবার  (১৩ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আমীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শূরা ও কর্মপরিষদ সদস্য ও নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জনাব মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ❝জুলাই আন্দোলনে যারা শহীদ ও গাজী হয়েছেন তাদের সব সময় স্মরণে রাখতে হবে। তাদের স্বপ্ন ন্যায় ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জামায়াত মনোনীত প্রার্থীদের আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে।❞

উক্ত দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী ও চট্টগ্রাম-১০ আসনের জামায়াত মনোনীত প্রার্থী জনাব অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, মহানগরী জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, হালিশহর থানা জামায়াতের আমীর জনাব ফখরে জাহান সিরাজী। বিশেষ অতিথির বক্তব্যে শামসুজ্জামান হেলালী বলেন, ❝সংগঠন সম্প্রসারণ ও নির্বাচনের কাজগুলোকে সামঞ্জস্য করে নির্বাচনের কাজগুলোকে দ্রুত এগিয়ে নিতে হবে। আগামী নির্বাচন দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে বিজয়ী হতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে একযোগে কাজ করতে হবে।