মোঃ সাইদুর রহমান, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের উপ-মাদ্রাসা বিষয়ক সম্পাদক হলেন বরগুনা জেলার আমতলীর উপজেলার সালাউদ্দিন।
শুক্রবার (২৬ এপ্রিল) তারিখে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পী ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশে ছাত্রলীগের অন্যতম সুপার ইউনিট ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে উপ- মাদ্রাসা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন বরগুনা জেলার আমতলী উপজেলার কৃতি সন্তান মোঃ সালাউদ্দিন ।
দায়িত্ব পেয়ে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’, ‘স্মার্ট মহানগর’ বিনির্মাণের লক্ষ্যে কাজ করব। এজন্য সকলের সহযোগীতা চাই।