চট্টগ্রাম অঞ্চল

ক্ষমতায় গেলে অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়বে জামায়াত : অধ্যক্ষ হেলালী

  TV24@bangla ২ অক্টোবর ২০২৫ , ১২:২৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

টিভি২৪ বাংলা : চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, জামায়াত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশকে প্রকৃত অর্থে অসাম্প্রদায়িক রাষ্ট্রে রূপান্তর করবে। তিনি জোর দিয়ে বলেন, “অসাম্প্রদায়িকতার নাম ব্যবহার করে হিন্দু সম্প্রদায়কে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার বানাবে না জামায়াত। কারণ আমাদের বিশ্বাস, ধর্ম যার যার, রাষ্ট্র সবার।”

তিনি আরও বলেন, জামায়াত কোনো সাম্প্রদায়িক দল নয়; বরং বনি আদমের ধারণাকে ভিত্তি করে তারা মানবতার ঐক্যে বিশ্বাসী। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, সমাজ থেকে সাম্প্রদায়িকতার শিকড় উপড়ে ফেলা হবে, ইনশাআল্লাহ। তবে অতীতে যারা ক্ষমতায় এসেছে, তারা ইসলামপন্থীদের ভয় দেখিয়ে হিন্দু-মুসলিম বিভাজন সৃষ্টি করেছে এবং রাজনৈতিক স্বার্থ হাসিল করেছে।

১ অক্টোবর বিকেলে নগরের মুরাদপুর, পিলখানা, ষোলশহর, শপিং কমপ্লেক্স ও আদর্শপাড়া পূজা মণ্ডপগুলো পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি উল্লেখ করেন, জামায়াত সরকার গঠন করলে দেশে আর ‘সংখ্যালঘু’ শব্দের কোনো ব্যবহার থাকবে না। সব নাগরিক সমান অধিকারের ভিত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের শুরা সদস্য মাহবুবুল হাসান রুমী। সভাপতিত্ব করেন পিলখানা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন দাশ। সাধারণ সম্পাদক বাবপু দাশ, সহ-সাধারণ সম্পাদক অ্যাপোলো বিশ্বাস, সাংবাদিক এবিএম ইমরান, স্টালিন এবং শংকর পাল মামুনসহ অনেকে উপস্থিত ছিলেন। পূজা উদযাপন পরিষদের সদস্যরা অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানান।

এছাড়া উপস্থিত ছিলেন ডা. খালেদ বিন কবির, অধ্যক্ষ নুরুল ইসলাম, আলমগীর আলম, নুরুন্নবী, মিজানুর রহমান, দেলোয়ার, এলাহীসহ আরও অনেকে।

পূজা মণ্ডপ পরিদর্শন শেষে অধ্যক্ষ হেলালী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, বাংলাদেশ বহু ধর্ম-বর্ণের মানুষের মিলনস্থল। তাই শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে পারস্পরিক সম্মান ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা জরুরি।