TV24@bangla ১৯ জুন ২০২৫ , ৯:৪৯ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক : বৈষম্যহীন ও জ্ঞান নির্ভর আদর্শ সমাজ বিনির্মাণে শিক্ষক সমাজকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে অধ্যক্ষ নূরুল আমিন
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর উপদেষ্টা অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন শিক্ষকরাই জাতি গড়ার কারিগর। শিক্ষকদের সত্য, ন্যায় ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।ছাত্র-ছাত্রীদের নৈতিক শিক্ষায় বলিয়ান করে উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য নতুন প্রজন্মকে তৈরি করতে শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে। শিক্ষক সমাজের সকল ন্যায্য দাবী আদায়ে আদর্শ শিক্ষক ফেডারেশনকে অগ্রণী ভূমিকা পালনে নেতৃত্ব দিতে হবে।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি প্রফেসর মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে শিক্ষক সমাজের যথাযথ ভূমিকা পালনের আহবান জানান।
আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ড.আ.ম.ম মসরুর হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. আব্দুল মান্নান, প্রফেসর ড. শফিউল আলম ভুইয়া, প্রফেসর মো: জসীম উদ্দীন, ড. আব্দুল মুত্তালিব, নূরুল হুদা, মীর আবুল কালাম, সিদ্দিক আহমেদ, ইকবাল বাহার চৌধুরী, মাওলানা আনোয়ারুল ইসলাম আনসারী প্রমূখ।