TV24@bangla ২৩ ডিসেম্বর ২০২৫ , ৫:৩৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক : ওমরাহ পালনের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে সড়কপথে সৌদি আরব যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত কিশোরীর নাম রাপিয়া (১৪)। তিনি আমিরাতপ্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আইয়ুব ছোট মেয়ে।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে সৌদি আরবের রাজধানী রিয়াদে এ দুর্ঘটনা ঘটে। তবে বিষয়টি বাংলাদেশে জানাজানি হয় সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে। দুর্ঘটনায় রাপিয়া ঘটনাস্থলেই ইন্তেকাল করেন। এ সময় তার পরিবারের অন্যান্য সদস্যও আহত হন।
নিহত রাপিয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে। পারিবারিক সূত্র জানায়, কম্পিউটার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আইয়ুব দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পরিবারসহ বসবাস করছেন। শনিবার তিনি পরিবার নিয়ে সড়কপথে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছিলেন। পথিমধ্যে রিয়াদে পৌঁছালে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুহাম্মদ আইয়ুবের ভাই মুহাম্মদ আজম খান জানান, দুর্ঘটনায় রাপিয়া নিহত হলেও পরিবারের অন্য সদস্যরা আহত হয়েছেন এবং বর্তমানে রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে লন্ডনপ্রবাসী মুহাম্মদ আইয়ুবের ছোট ভাই ও টিভি২৪ বাংলার চেয়ারম্যান মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, “আমার মেঝ ভাই আবুধাবি থেকে পরিবার নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছিলেন। রিয়াদে সড়ক দুর্ঘটনায় তার চার মেয়ের মধ্যে ছোট মেয়ে রাপিয়া ঘটনাস্থলেই ইন্তেকাল করে। তবে আমার ভাই সুস্থ আছেন এবং পরিবারের অন্যান্য সদস্যরা চিকিৎসাধীন।”
তিনি আরও জানান, সোমবার (২২ ডিসেম্বর) রিয়াদের মোজামিয়া এলাকায় রাপিয়ার জানাজা সম্পন্ন হয় এবং সেখানেই তাকে দাফন করা হয়। দুর্ঘটনায় রাপিয়ার মা ও বড় বোন গুরুতর আহত হওয়ায় তাদের মোজামিয়া এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।











