চট্টগ্রাম অঞ্চল

লন্ডনে তারেক রহমানের সঙ্গে চসিক মেয়র শাহাদাত হোসেনের সাক্ষাৎ

  TV24@bangla ১৬ নভেম্বর ২০২৫ , ১:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

টিভি২৪ বাংলা: দীর্ঘ ১৭ বছর পর লন্ডনে তারেক রহমানের সঙ্গে চসিক মেয়র শাহাদাত হোসেনের সাক্ষাৎ, সরাসরি এই দেখা রাজনৈতিক মহলে আলোচনার ঝড়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন লন্ডনে ব্যক্তিগত সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রায় ১৭ বছরের দীর্ঘ বিরতির পর দু’জনের এই প্রথম মুখোমুখি দেখা, যা দলীয় ও জাতীয় রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার রাত ১টার দিকে শাহাদাত হোসেনের ব্যক্তিগত ফেসবুক পেজে তারেক রহমানের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেন। ছবি প্রকাশের পর মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলে আলোচনার তুঙ্গে ওঠে।

দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে সরাসরি যোগাযোগ না থাকলেও সাম্প্রতিক এই সাক্ষাৎকে বিএনপির অভ্যন্তরীণ ঐক্য পুনরুদ্ধারের একটি সম্ভাব্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিএনপির আগামী দিনের রাজনৈতিক রণকৌশল, সংগঠনের পুনর্গঠন এবং নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতির অংশ হিসেবেও এ সাক্ষাতের গুরুত্ব রয়েছে বলে দলীয় সূত্রে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রামসহ দেশ-বিদেশের বিএনপি নেতাকর্মীরা এই সাক্ষাৎকে ইতিবাচকভাবে দেখছেন। অনেকেই মনে করছেন, চট্টগ্রাম রাজনীতিতে নেতৃত্বের সমন্বয় জোরদার হবে, কেন্দ্র–স্থানীয় যোগাযোগ আরও সুদৃঢ় হবে, দলের ভেতরের ভুল বোঝাবুঝিও দূর হতে পারে।

চট্টগ্রামের পরিচিত চিকিৎসক ও বিএনপি রাজনীতির দীর্ঘদিনের মুখ ডা. শাহাদাত হোসেন আদালতের রায়ে চসিকের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে তারেক রহমানের রাজনৈতিক ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত।