TV24@bangla ৭ অক্টোবর ২০২৫ , ৪:১৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
টিভি২৪ বাংলা : চট্টগ্রামের মদুনাঘাটে চলন্ত গাড়িতে এলোপাতাড়ি গুলিতে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন। আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) বিকেলে হালদা নদীর মদুনাঘাট ব্রিজের অদূরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে একটি সাদা প্রাইভেট কারে থাকা বিএনপি নেতাদের লক্ষ্য করে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। নিহত বিএনপি নেতার নাম আবদুল হাকিম। আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।
পুলিশের প্রাথমিক ধারণা, নিহত ও আহতরা রাউজানের বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। হামলাকারীরা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের সমর্থক হতে পারে বলে ধারণা স্থানীয়দের। তবে, পুলিশ এখনও হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
এর আগে, গত জুলাইয়েও চট্টগ্রাম–রাঙামাটি সড়কের রাউজানের সত্তারহাট এলাকায় গিয়াস কাদের ও গোলাম আকবরপন্থিদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। ছররা গুলিতে আহত হন গোলাম আকবর খন্দকার নিজেও। ওই ঘটনার পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় বিএনপি