TV24@bangla ১৭ জুন ২০২৫ , ৩:২৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
টিভি২৪ বাংলা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফটিকছড়ি থানা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পাইন্দংয়ের মোমেনা কনভেনশন হলে এ সমাবেশে থানা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা আমীর জনাব আলাউদ্দিন সিকদার।
প্রধান বক্তা হিসেবে মূল্যবান আলোচনা করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলার শূরা সদস্য আব্দুল কুদ্দুস, ভুজপুর থানা আমীর অধ্যাপক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস।
সমাবেশে বক্তারা বলেন, “দেশের ক্রান্তিকালে আদর্শিক নেতৃত্ব ও সংগঠনের দায়িত্বশীলরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। দ্বীন, দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগের মাধ্যমে এ দায়িত্বকে যথাযথভাবে পালন করতে হবে।”
সমাবেশের সভাপতি ছিলেন ফটিকছড়ি থানা জামায়াতের আমীর জনাব নাজিম উদ্দিন ইমু।
সুন্দর ও সুশৃঙ্খলভাবে সমাবেশটি পরিচালনা করেন থানা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ।
আন্তরিক ও ঐক্যবদ্ধ পরিবেশে সমাবেশটি সম্পন্ন হয় এবং ভবিষ্যতে আরও কার্যকর সাংগঠনিক অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করা হয়।