চট্টগ্রাম অঞ্চল

লন্ডনে সাবেক সংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সংবাদ সম্মেলন

  TV24@bangla ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ৭:৩৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

টিভি২৪ বাংলা :  লন্ডন সফররত বিএনপি দলীয় সাবেক সাবেক সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরী বলেছেন ড. ইউনুস সরকারের হাতে, নির্বাচন দেয়া ছাড়া আর কোনো বিকল্প নেই ।

দেশকে পরাজিত শক্তির হাত থেকে রক্ষা করতে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে চট্টগ্রামের দুটি আসনের একটি থেকে তিনি নিজে এবং আরেকটি থেকে তাঁর ভাতিজা মরহুম সালাহ উদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরী লড়ার ঘোষণা দেন।

এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন কুমিল্লা -৫ আসন থেকে বিএনপির মনোনয়ন চান বলে জানিয়েছেন। এর আগে তিনি চারদলীয় জোটের মনোনয়ন পেয়ে প্রত্যাহারের কথা জানান।

ইস্ট লন্ডনের একটি রেস্তোরায় (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ প্রেসক্লাবে পৃথক প্রেস কনফারেন্সে এই ঘোষণা দেন তাঁরা। গিয়াস কাদের চৌধুরী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বর্ণনা করে বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে।

প্রেস কনফারেন্সে প্রেসক্লাবের প্রেসিডেন্ট শাকির হোসাইন, জেনারেল সেক্রেটারি তৌহিদুল করীম মুজাহিদ, ভাইস প্রেসিডেন্ট জুনায়েত রিয়াজ, ট্রেজারার জাহাঙ্গীর হোসেন, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি ফারুক হোসেন, পাবলিকেশন সেক্রেটারি আব্দুল কাদের জিলানী, টিভি২৪ বাংলার চেয়ারম্যান এবং ক্লাব মেম্বার মো. মাসুদুর রহমান, সুষ্মিতা জেবিনসহ অন‍্যান্যরা উপস্থিত ছিলেন।