TV24@bangla ১ জুলাই ২০২৫ , ৩:৪২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: বাংলা নিউজ ২৪ এর ১৬ বছর পদার্পণ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও চট্টগ্রাম ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
মঙ্গলবার দুপুর ১২টায় চট্টগ্রামস্থ স্থানীয় অফিসে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হয়ে এই শুভেচ্ছা জানান তিনি। বাংলা নিউজ ২৪ এর চট্টগ্রাম ডিপুটি এডিটর তপন চক্রবর্তীর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান প্রমুখ।