TV24@bangla ২২ আগস্ট ২০২৫ , ৩:৩১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
টিভি২৪ বাংলা : চট্টগ্রামের ফটিকছড়িতে তিন কিশোরকে চোর সন্দেহে বেঁধে পেটানোর ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই . রিহান মহিন নামে এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার ভোরে উপজেলার ৭নং কাঞ্চননগর ইউপির ৫ নম্বর ওয়ার্ডে এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, পূর্বের বিরোধ থেকে চোর সন্দেহের নাটক সাজিয়ে পেটানো হয়েছে।
নিহত কিশোরের নাম মো: রিহান মহিন কাঞ্চননগর ইউপি সাগর আলী তালুকদার বাড়ির মুদি দোকানি মুহাম্মদ লোকমানের ছেলে।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দারা জানান , ওই কিশোর তিন বন্ধুসহ এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। পরে পরিকল্পিতভাবে ‘মব’ করে পেটানো হয়েছে। এ ঘটনায় রিহানের দুই সমবয়সী বন্ধু মুহাম্মদ মানিক ও মুহাম্মদ রাহাত গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, নিহত রিহান বাবার মুদিদোকানে সহযোগী হিসেবে কাজ করত।
গতকাল তারা চট্টগ্রাম নগরে বেড়াতে যায়। রাতে তারা বাড়ি ফিরছিল। তিনটার দিকে বাড়ির কাছে এলে আগে থেকে অপেক্ষায় থাকা সাত থেকে আটজন যুবক তাদের চোর আখ্যা দিয়ে ধাওয়া দেন। এসময় তিনজন দৌড়ে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয়। সেখান থেকে ধরে এনে সেতুর ওপর আনেন রশি দিয়ে বেঁধে ‘মব’ করে বেধড়ক মারধর করেন।
এতে ঘটনাস্থলেই রিহানের মৃত্যু হয়। পরে স্থানীয় কিছু বাসিন্দা গুরুতর আহত মানিক ও রাহাতকে উদ্ধার করে হাসপাতালে নেন।
এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। আর দুপুরে রিহানের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মর্মান্তিক হতাহতের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) ও প্রশাসক কাঞ্চননগর ইউনিয়ন মো. নজরুল ইসলাম।
এসময় ভিকটিম এর পরিবার, আশেপাশের জনসাধারণসহ সকলের সাথে কথা বলে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার আস্বস্ত করেন ইউএনও।
এদিকে সোশ্যাল মিডিয়ায় মব সৃষ্টিকারীদের গ্রেপ্তারের দাবি তুলে, হাসান বিন সুলতান লিখেন, প্রধান খুনি এখনো গ্রেফতার হয়নি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসেন।
তালিম উদ্দিন নামের আরেক প্রবাসী লিখেন, কাঞ্চন নগরে এসব কি? স্বপ্ন দেখি মানবিক কাঞ্চন নগর গড়ার। বাস্তবতায় কি হচ্ছে এই কাঞ্চন নগরে।
পনের বছরের একটা শিশুর মৃত্যুর সাথে
কাঞ্চন নগরের বিবেকেরও মৃত্যু নয় কি?
শিশুদের বেপরোয়া চলাফেরা, চুরি ডাকাতি, অশুভ আচরণ, রাত বিরাতে অহেতুক চলাফেরা মোটেও সমর্তন করিনা। এগুলো পারিবারিক ও সামাজিক ভাবে প্রতিহত করা অনেক জরুরী। কিন্ত বাবা-মার সামনে একটা পনের বছরের সন্তানকে কিছু সংখ্যক লোকে চুরির দায়ে বেধড়ক পিটিয়ে অমানুষিক নির্যাতন করে মৃত্যু নিশ্চিত করে গণপিটুনি বলে চালিয়ে দেওয়া কতটুকু যুক্তিসম্মত আমার বোধগম্য নয়। সাথে আরো দুইজন চিকিৎসাধীন আছে।
আমি এই ধরনের বিচার বিচারবহির্ভূত হত্যার তিব্র নিন্দা জানাচ্ছি, এবং তদন্ত পূর্বক শাস্তির আবেদন জানাচ্ছি। মানলাম সে অন্যায় করেছে
কিন্ত আইন হাতে তুলে নিয়ে তাকে পিটিয়ে মারার অধিকার কে দিল?
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ওই তিন কিশোর চট্টগ্রাম নগরে বেড়াতে গিয়ে মধ্যরাতে বাড়ি ফিরছিল। কেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। পরিবারকে মামলা করতে বলা হয়েছে। পুলিশ মূল হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
ওসি নুর আহমদ আরো বলেন, ‘একই গ্রামের যুবকেরা হামলা করায় এটিকে গণপিটুনি বা চোর সন্দেহ মনে হচ্ছে না। তাদের মধ্যে হয়তো কোনো বিরোধ বা শত্রুতা থেকে এ ঘটনার সূত্রপাত হতে পারে।