চট্টগ্রাম অঞ্চল

ইউনিট দায়িত্বশীল সম্মেলনে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি

  TV24@bangla ২৪ জুন ২০২৫ , ১২:৪৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক; বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডবলমুরিং থানার উদ্যোগে ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
থানা সভাপতি আকরাম হোসেন জিহাদের সভাপতিত্বে ও থানা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক সেক্রেটারী, চট্টগ্রাম ১০ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগরী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা এস এম লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম ১১ সংসদীয় আসনে জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী জননেতা শফিউল আলম।
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী ডবলমুরিং থানার সহকারি সেক্রেটারি সাইফুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা মোহাম্মদ ইমরান হুসাইন, মজিবুর রহমান, শ্রমিক নেতা মাওলানা মোঃ সোহাইল , কাইছারুল আলম, দেলোয়ার হোসাইন, মোস্তাক আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।