আন্তর্জাতিক

ইস্ট লন্ডন মসজিদের চ্যারিটি রান এবার ১২ বছরে

  TV24@bangla ৪ অক্টোবর ২০২৫ , ৭:৩২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

টিভি২৪ বাংলা, লন্ডন ডেস্ক: ইস্ট লন্ডন মসজিদের সামারকালীন সবচেয়ে বড় আয়োজন “মুসলিম চ্যারিটি রান” এ বছর উদযাপন করছে ১২তম বর্ষপূর্তি। আগামী ১২ অক্টোবর, রোববার পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হবে এই মহা আয়োজন।

এ উপলক্ষে গত ৩ অক্টোবর শুক্রবার লন্ডন মুসলিম সেন্টারে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ আহমদ, সিনিয়র ইমাম সৈয়দ আনিসুল হক ও ফান্ডরেইজিং ম্যানেজার তজম্মুল আলী।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এ বছরের চ্যারিটি রানে প্রায় দেড় হাজারের বেশি মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সকল বয়সের পুরুষ ও অনুর্ধ্ব ১২ বছরের মেয়েরা অংশগ্রহণ করতে পারবেন। তবে শুধু দৌড় নয়, দর্শক হিসেবেও কমিউনিটির মানুষ পার্কে এসে অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে পারবেন।

চেয়ারম্যান আব্দুল হাই মুর্শেদ বলেন, “এটি শুধু চ্যারিটি রান নয়, বরং কমিউনিটির একটি বড় উৎসব। যারা দৌড়াবে বা দর্শক হবে সবাই সাওয়াবের অংশীদার হবেন।”

সিইও জুনায়েদ আহমদ জানান, গত ১২ বছরে মুসলিম চ্যারিটি রানের মাধ্যমে **১.২ মিলিয়ন পাউন্ড** তহবিল সংগ্রহ হয়েছে। শুধু ২০২৪ সালের চ্যারিটি রানে ৩৫টি সংগঠন মিলে **১,৯৫,০০০ পাউন্ডের বেশি** সংগ্রহ করতে সক্ষম হয়। তিনি বলেন, *“এই রান শুধু ফান্ডরেইজিং নয়, বরং কমিউনিটির মানুষকে স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করছে।”*

ইমাম সৈয়দ আনিসুল হক বলেন, *“ইসলাম শুধু ইবাদতে সীমাবদ্ধ নয়। মুসলিম চ্যারিটি রানে অংশগ্রহণও একটি ইসলামিক কাজ, যা স্বাস্থ্যসচেতনতা ও ঐক্য গড়ে তোলে।”*

ফান্ডরেইজিং ম্যানেজার তজম্মুল আলী অংশগ্রহণকারীদের দ্রুত রেজিস্ট্রেশনের আহ্বান জানিয়ে বলেন, মাত্র **১০ পাউন্ড ফি** পরিশোধ করে যে কোনো চ্যারিটির পক্ষে নাম রেজিস্ট্রেশন করা যাবে। অংশগ্রহণকারীদের দেওয়া হবে **টি-শার্ট, মেডেল, ট্রফি ও অন্যান্য লজিস্টিক সুবিধা।** শিশুদের জন্য থাকবে **বাউন্সি ক্যাসল, ফুটবল শুটিং, গ্ল্যাডিয়েটর গেইমসহ** নানা আয়োজন।

এবারের চ্যারিটি রানে পার্টনার ও স্পনসর হিসেবে থাকছে আমানাহফাই, লন্ডন ম্যারাথন, হিউম্যান আপিল, সুন্নাহ মাস্ক, সরকার সলিসিটর্স, কুরআন বাউন্ড, গ্লোবাল এহসান রিলিফ, এম.এ.টি.ডাব্লিউ প্রজেক্ট, মুসলিম হেল্প ইউকে, সালাম চ্যারিটি, আগোশ ইউকে, হিউম্যান রিলিফ ফাউন্ডেশন, জিআরটি ইউকে, মুসলিম চ্যারিটি, আল খায়ের ফাউন্ডেশন, হেল্প ইয়াতীম ও মুসলিম এইড।

আয়োজকরা কমিউনিটির সবাইকে ১২ অক্টোবর সকাল সাড়ে ৯টার মধ্যে ভিক্টোরিয়া পার্কে উপস্থিত হয়ে উৎসবের অংশ হতে আমন্ত্রণ জানিয়েছেন।