TV24@bangla ২৭ মে ২০২৫ , ১:০২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: যুক্তরাজ্যর বাংলাদেশ দুতাবাসের মাননীয় হাই কমিশনার মহামান্যা আবিদা ইসলামের সাথে কানেক্ট বাংলাদেশ গ্লোবাল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ।
যুক্তরাজ্যের বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মহামান্যা আবিদা ইসলামের সাথে আন্তর্জাতিক সংগঠন কানেক্ট বাংলাদেশ গ্লোবালের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসীদের অধিকার ও বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত এই সংগঠন যুক্তরাজ্য’সহ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিদের অধিকার ও নানা সমস্যা নিয়ে, প্রবাসীদের সম্মিলিত অংশগ্রহণে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিগত কয়েক বছর ধরে কাজ করে আসছেন।
কানেক্ট বাংলাদেশ গ্লোবালের সভাপতি কমিউনিটি নেতা আবু আহমেদ খিজির এর নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি, বাংলাদেশ হাইকমিশনে মান্যবর রাষ্ট্রদূত আবিদা ইসলামের সাথে দেখা করেন।
এসময়, প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
আলোচনায় উঠে আসা সমস্যাগুলো সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাবনা উত্থাপন করেন।
এছাড়াও বিশ্বের প্রবাসীদের ন্যায্য অধিকার, সমস্যা, প্রতিবন্ধকতা, আইনগত সহযোগিতা, ভোটের অধিকার, উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসীদের অংশগ্রহণ, প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা, প্রকল্প প্রণয়ন, বিদেশী বিনিয়োগ’সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।
সংগঠনের সভাপতি আবু আহমেদ খিজির এসময় সংগঠনের কর্মকাণ্ড তুলে ধরেন। এছাড়াও সরকারের কাছে উত্থাপনের জন্য প্রবাসীদের ১৭ দফা দাবিনামা পেশ করেন।
উল্লেখযোগ্য প্রস্তাবনা সমূহ হলো, বাংলাদেশের সকল উপজেলা লেবেলে সরকারি উদ্যোগে NRB Help Desk স্থাপন । যেটা মনিটর করবে কানেক্ট বাংলাদেশ গ্লোবাল, দুতাবাসের মাধ্যমে অনলাইন ভোটিং এর ব্যবস্থা, বাংলাদেষে এনারবি এর বিনিয়োগ নিরাপদ ও সহজ করা, প্রবাসীদের বিনিয়োগে সরকারি প্রনোদনা, অবকাটামো, আকর্ষণীয় ও অধিক লাভজনক প্রকল্প ও অফার, সকল প্রকার হয়রানি বন্ধ করা, সুলভে বাংলাদেশ বিমানের টিকেট বিক্রয় করা।
এসময় উপস্থিত ছিলেন, করেন সংগঠনের যুগ্ন সচিব কাজী নজরুল ইসলাম, যুগ্ম সচিব মীর রাশেদ আহমেদ, সহ-সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি শওকত মাহমুদ টিপু, পাবলিক রিলেশন সেক্রেটারি মোহাম্মদ আলী রেজা, সামাজিক ব্যবসা উদ্যোক্তা সেক্রেটারি হান্নান তরফদার, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাইফুদ্দিন, নির্বাহী সদস্য ডক্টর সেলিম খান প্রমুখ।
এনময়, মাননীয় হাই কমিশনার মহামান্য আবিদা ইসলাম মনোযোগ দিয়ে সকলের বক্তব্য শুনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। কমিউনিটির উন্নয়নে ও প্রবাসীদের নানাবিধ সমস্যা লাগাবে কানেক্ট বাংলাদেশ গ্লোবালের সাথে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিন।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও মূল্যবান সময়ের জন্য কানেক্ট বাংলাদেশ গ্লোবালের পক্ষ থেকে মহামান্য হাইকমিশনারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার, মোহাম্মদ হযরত আলী খান উপস্থিত ছিলেন। নানা সমস্যা সমাধানে হাইকমিশনের ভূমিকা এবং প্রচেষ্টা ব্যর্থ করেন। এ ছাডাও তিনি প্রশ্নকর্তাদের নানা প্রস্নের উত্তর দেন এবং সহযোগিতার আশ্বাস দেন।