নাজিরহাট সিটি গার্ডেন স্কুল কর্তৃক আয়োজিত চিত্রাংকন ও ইংরেজি হস্তলিপি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
জমকালো আয়োজনে নাজিরহাট পৌরসভার নাজিরহাট আহমদিয়া মাদরাসা সংলগ্ন সিটি গার্ডেন কেজি স্কুলের হল রুমে অনুষ্ঠানের উদ্বোধন করেন নাজিরহাট সিটি গার্ডেন কেজি স্কুলের চেয়ারম্যান রহমতুল্লাহ মিন্টু।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও লন্ডন প্রবাসী মোহাম্মদ মাসুদুর রহমান।
নাজিরহাট সিটি গার্ডেন কেজি স্কুলের প্রধান শিক্ষক এইচ এম হানিফের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ল্যাব এইড ফার্মার সিনিয়র অফিসার শামসুল আরেফিন আরিফ, ফটিকছড়ি উপজেলা ওলাম-মাশায়েখ পরিষদের সেক্রেটারি মাওলা আলী হোসাইন, সাংবাদিক সিরাত মঞ্জুর, সাইফুল ইসলাম ও ইউসুফ আরফাত।
মাস্টার সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষিকা নিপা আক্তার, তিসা আক্তার, সুপর্ণা চক্রবর্তী, নাজু আক্তারসহ অত্র মাদরাসার শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আগত অতিথিরা
প্রধান অতিথির বক্তব্য মাসুদুর রহমান বলেন-