আন্তর্জাতিক

টাওয়ার হ্যামলেটসে বসানো হচ্ছে ২হাজার ইলেকট্রিক কার চার্জিং

  TV24@bangla ২১ জুন ২০২৫ , ২:২৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটসে বসানো হচ্ছে ২০০০ ইলেকট্রিক কার চার্জিং পয়েন্ট প্রকল্পের কাজ উদ্বোধন করলেন মেয়র লুৎফর।

কাউন্সিলের যানবাহনগুলোকে দীর্ঘমেয়াদে ইলেকট্রিক গাড়িতে রূপান্তরের অংশ হিসেবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বারায় নতুন করে আরো ২ হাজার বিদ্যুৎচালিত গাড়ি বা ইলেক্ট্রিক ভিহিক্যাল চার্জিং পয়েন্ট বসানো হচ্ছে। এই প্রজেক্টেটি বাস্তবায়নে কাউন্সিলের সাথে পার্টনারশীপে থাকবে ইউবিট্রিসিটি। খরচ হচ্ছে ১০.৫ মিলিয়ন পাউন্ড ।

চার্জিং পয়েন্টগুলি বসানো হবে রাস্তার পাশের বিদ্যমান ল্যাম্পপোস্টে। যার ফলে স্থানীয় বাসিন্দারা তাদের বাড়ির কাছেই গাড়ি চার্জ করতে পারবেন।
বো এলাকায় চার্জিং পয়েন্ট স্থাপনের এই প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এসময় তাঁর সাথে ছিলেন এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট ইমার্জেন্সি বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর শাফি আহমেদ, ও ইউবিট্রিসিটির ইউকে ব্যবস্থাপনা পরিচালক স্টুয়ার্ট উইলসন।

নির্বাহী মেয়র লুৎফুর রহমান এ প্রসঙ্গে বলেন, “আমাদের বরাতে ইলেকট্রিক গাড়ির ব্যবহার দ্রুত বাড়ছে। গত ৪ বছরে প্লাগ—ইন যানবাহনের সংখ্যা ২০০% বৃদ্ধি পেয়েছে, যার সংখ্যা বর্তমানে ৫,৪০০—এরও বেশি। ৯৩ শতাংশ বাড়িতে অফ—স্ট্রিট পার্কিং না থাকায় পাবলিক চার্জিং সুবিধা অপরিহার্য। আমাদের লক্ষ্য হলো, কোনো বাসিন্দাই যেন চার্জিং পয়েন্ট থেকে ৩ মিনিটের বেশি দূরত্বে না থাকে।”
এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট ইমার্জেন্সি বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর শাফি আহমেদ বলেছেন, “টাওয়ার হ্যামলেটসের প্রতিটি বাসিন্দা যাতে সহজে ও সাশ্রয়ীভাবে ইলেকট্রিক যানবাহন ব্যবহার করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই প্রকল্প শুধু কার্বন নিঃসরণ কমাবে না, বরং একটি পরিষ্কার—সবুজ ভবিষ্যত গড়তে স্থানীয় কমিউনিটিকেও সম্পৃক্ত করবে।”
ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থাৎ এক ওয়ার্ড শেষে আরেক ওয়ার্ডে বসানো হবে। এই প্রকল্পের কাজ শুরু হবে বো—ইস্ট, আইল্যান্ড গার্ডেন্স এবং হোয়াইটচ্যাপল ওয়ার্ড থেকে। ২০২৬ সালের জানুয়ারীর ভেতরে পুরো ২ হাজার চার্জিং পয়েন্ট বসানোর কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
এই প্রজেক্টেটি বাস্তবায়নে কাউন্সিলের সাথে পার্টনারশীপ হিসেবে কাজ করছে ইউবিট্রিসিটি। ২০১৯ সালের জলবায়ূ জরুরী অবস্থা ঘোষণা অনুযায়ী কার্বন নি:সরণ কমিয়ে বারার বায়ূর মান উন্নয়নের লক্ষ্যে কাউন্সিলের সাথে কাজ করবে তারা।