সোহেল রানা, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে প্রায় দেড় হাজার আটো রিকশা নিয়ে শোডাউন দিয়েছেন আটো চালাকরা। শনিবার ১১ মে বিকেলে মোটরসাইকেল প্রার্থীর বাড়ি থেকে এ শোডাউন শুরু হয়। পরে অটো রিকশা গুলো উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজারহাট বাজারে গিয়ে শেষ হয়।
এসময় অটোরিকশা চালকরা জানান,বিগত পাঁচবছরে রাজারহাট উপজেলায় কোন প্রকার টোল দিতে হয়নি। অবৈধভাবে টোল উত্তোলন বন্ধ করেছিলেন জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী। তাই তার প্রতি ভালবাসা থেকেই এই শো ডাউনের ব্যবস্থা করেছেন বলেও জানান চালকরা। তারা আরও বলেন,বাপ্পি চেয়ারম্যান দায়িত্ব পালনের সময় রাজারহাট উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবসময় ছিলেন। তাকে পুনরায় নির্বাচিত করলে রাজারহাট উপজেলার মানুষ আবারো শান্তিতে থাকবেন।
মোটরসাইকেল মার্কার প্রার্থী জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি বলেন,আমি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। সব সময় লোকজনের পাশে ছিলাম এবং আগামীতেও থাকব। আমাকে লোকজন এতো ভালোবাসেন তার প্রমাণ আজকে পেয়েছি। এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমার বিশ্বাস বিপুল ভোটে জয়লাভ করব।