TV24@bangla ১৪ অক্টোবর ২০২৫ , ১২:৫৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
টিভি২৪ বাংলা, লন্ডন : ব্রিটেনে কাজ করতে আগ্রহী অভিবাসীদের জন্য যুক্তরাজ্যের স্বরাষ্ট্রসচিব শাবানা মাহমুদ ঘোষণা করেছেন নতুন কড়া নিয়ম। এখন থেকে অভিবাসীদের ইংরেজিতে A-লেভেল মানের দক্ষতা থাকতে হবে।
বর্তমানে প্রচলিত **GCSE মানের (B1 স্তর) ইংরেজি যোগ্যতাকে ‘অত্যন্ত মৌলিক’ উল্লেখ করে তিনি তা A-লেভেল (B2 স্তর) মানে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন নিয়ম ২০২৫ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে।
ইংরেজি পরীক্ষায় নতুন মানদণ্ড : দক্ষ অভিবাসীদের যুক্তরাজ্যে কাজের ভিসা পেতে হলে হোম অফিস অনুমোদিত লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এতে থাকবে ব্যাকরণ, পাঠবোধ, শ্রবণ ও বোধগম্যতা যাচাই।
পরীক্ষায় প্রার্থীদের এমন বাক্যে সঠিক কাল ব্যবহার করতে হবে যেমন—
“বিমানে আমার পাশে বসা ব্যক্তি খুব নার্ভাস ছিল কারণ”
এছাড়াও তাদের পড়া, শোনা ও কথোপকথনে সাবলীল দক্ষতা প্রদর্শন করতে হবে।
নতুন মান অনুযায়ী অভিবাসীদের ইংরেজিতে সাবলীল ও স্বতঃস্ফূর্তভাবে নিজেদের প্রকাশ করতে সক্ষম হতে হবে”এবং সামাজিক, শিক্ষাগত ও পেশাগত ক্ষেত্রে কার্যকরভাবে যোগাযোগ করতে হবে।
চাকরির যোগ্যতা ও অভিবাসন ফি বৃদ্ধি
নতুন নিয়মে শুধুমাত্র স্নাতক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন অভিবাসীরাই চাকরির জন্য যোগ্য হবেন। এর ফলে ১৮০টি নিম্ন বেতনের পেশা অভিবাসীদের জন্য বন্ধ হয়ে যাবে।
এছাড়া ইমিগ্রেশন স্কিল চার্জ ১,০০০ পাউন্ড থেকে ৩২ শতাংশ বৃদ্ধি পেয়ে কার্যকর হবে ১৬ ডিসেম্বর থেকে।
এই পদক্ষেপের লক্ষ্য হলো যুক্তরাজ্যে নিট অভিবাসন সংখ্যা হ্রাস করা, যা বর্তমানে ৪৩১,০০০, যদিও ২০২৩ সালে এটি ছিল রেকর্ড ৯০৬,০০০।
স্থায়ী নাগরিকত্বের শর্তেও পরিবর্তন : যে সকল অভিবাসী যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করতে বা ব্রিটিশ নাগরিকত্ব পেতে চান, তাদেরও এখন থেকে B2 স্তরের ইংরেজি দক্ষতা অর্জন করতে হবে।
এছাড়া প্রথমবারের মতো, কর্মী ও শিক্ষার্থীদের প্রাপ্তবয়স্ক নির্ভরশীলদের (ডিপেন্ডেন্ট) জন্যও **A1 স্তরের মৌলিক ইংরেজি জ্ঞান বাধ্যতামূলক করা হচ্ছে।
—
বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন বিধান
স্বরাষ্ট্রসচিব ঘোষণা করেছেন, স্নাতক সম্পন্ন করার পর বিদেশি শিক্ষার্থীরা আর দুই বছর নয়, ১৮ মাস যুক্তরাজ্যে থাকতে পারবেন।
এই নিয়ম কার্যকর হবে ২০২৭ সালের জানুয়ারি থেকে।
তবে, উচ্চ সম্ভাবনাময় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা হবে, যার মাধ্যমে প্রতি বছর ৮,০০০ জন বিদেশি স্নাতক যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ পাবেন।
শিক্ষার্থীদের মাসিক খরচের প্রমাণও দেখাতে হবে, যা ১,১৭১ পাউন্ড থেকে বেড়ে ১,৫০২ পাউন্ড করা হয়েছে। উদ্যোক্তা শিক্ষার্থীদের জন্য বিশেষ ইনোভেটর ক্যাটাগরি”র সহায়তাও থাকবে।
অবৈধ আশ্রয়ের অপব্যবহার ঠেকাতে এখন থেকে বোতসোয়ানা নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশের আগে ভিসা নিতে হবে।
২০২২ সাল থেকে দেশটি থেকে ১,৩৩২ জন আশ্রয় আবেদন করেছিল, যার মাত্র ৯ শতাংশ গৃহীত হয়।
এই নিয়ম মঙ্গলবার বিকেল ৩টা থেকে কার্যকর হবে। তবে যারা ১৪ অক্টোবরের আগে ফ্লাইট বুক করেছেন, তারা ছয় সপ্তাহের ট্রানজিশন সুবিধা পাবেন।
এর আগে জর্ডান, কলম্বিয়া ও ত্রিনিদাদ ও টোবাগো নাগরিকদের ওপর অনুরূপ বিধিনিষেধ জারি করে যুক্তরাজ্য। ফলে তিন মাসের মধ্যে এই দেশগুলো থেকে আশ্রয় আবেদন ৮৭ থেকে ৯৮ শতাংশ পর্যন্ত হ্রাস পায়।
স্বরাষ্ট্রসচিবের শাবানা মাহমুদ বলেন,
> “মানব পাচারকারী ও অপরাধী চক্র আমাদের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার করছে। এই কঠোর পদক্ষেপ আমাদের সীমান্তে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং নিশ্চিত করবে যে ব্রিটিশ কর্মীরা ক্ষতিগ্রস্ত না হন।”
অভিবাসীদের জন্য ইংরেজিতে A-লেভেল (B2) মান বাধ্যতামূলক স্থায়ী হতে হলে B2 স্তর অপরিহার্য নিম্ন বেতনের ১৮০ পেশা বন্ধ, ইমিগ্রেশন স্কিল চার্জ ৩২% বৃদ্ধি, স্নাতক ভিসা দুই বছর থেকে ১৮ মাসে নামছে।