TV24@bangla ১২ অক্টোবর ২০২৫ , ৯:১৬ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
টিভি২৪ বাংলা : লন্ডন সফররত বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর চেয়ারম্যান আনোয়ার আলদীনের সাথে ভিউ এক্সচেঞ্জ করেছে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র মিডিয়া কর্মীরা। ১১ অক্টোবর ইস্ট লন্ডনের একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানে শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশের গণমাধ্যমে সেল্ফ সেন্সরশীপ ছিল বলে মন্তব্য করেন আনোয়ার আলদীন। ৫ আগষ্টের গণঅভ্যুত্থানের পর দেশে এখন স্বাধীন ভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন সাংবাদিকরা । তবে ব্যাক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কয়েকটি খুনের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
ব্রিটেনে গণমাধ্যম কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র প্রেসিডেন্ট শাকির হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক রাস্ট্রপতির উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী। ক্লাবের জেনারেল সেক্রেটারি তৌহিদুল করিম মুজাহিদের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে মতবিনিময় করেন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাহবুবা জেবিন, জয়েন্ট সেক্রেটারি এসএইচ সোহাগ, ট্রেজারার জাহাঙ্গীর হোসেন, অফিস সেক্রেটারি ইয়াসমিন জাহানারা, ল আ্যফেয়ার্স সেক্রেটারি মো. মাহবুবুল আলম তোহা, অর্গানাইজিং সেক্রেটারি আতাউর রহমান, আইটি সেক্রেটারি রাজিব হাসান, ক্লাব মেম্বার আহমেদ সাদিক, মারুফ গিয়াস বাপ্পি, Tv24 Bangla চেয়ারম্যান মোঃমাসুদুর রহমান, শাহেদ শফিক, আজিজুল আম্বিয়া, শরীফ আহমেদ।
অনুষ্ঠানে আনোয়ার আলদীনকে ক্লাবের পক্ষ থেকে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।