TV24@bangla ২৩ অক্টোবর ২০২৫ , ৩:৫৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
সেলিম হোসাইন, লন্ডন: চট্টগ্রাম সমিতি ইউকে’র ৩০ বছর পূর্তি উপলক্ষে লন্ডনের Oasis Banqueting-এ আয়োজিত বর্ণাঢ্য গালা মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
লন্ডন ছাড়াও ইংল্যান্ডের বার্মিংহাম, ম্যানচেস্টার, লিভারপুলসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় দেড় হাজার প্রবাসী অংশগ্রহণ করে এক অনন্য মিলনমেলার পরিবেশ সৃষ্টি করেন।
অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন সমিতির সদস্য বজলুর রহমান। এরপর সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মূল পর্বের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম সমিতি ইউকে’র সেক্রেটারি মৌসুমী চৌধুরী জয়া, ভাইস চেয়ারপার্সন সেলিম হোসাইন ও জুয়েল আবেদীন চৌধুরী।
তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ স্টুডেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পাশাপাশি সমিতির প্রাক্তন চেয়ারপার্সনদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
৩০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ কেক কাটা এবং স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের মাননীয় হাই কমিশনার আবিদা ইসলাম, যিনি সমিতির সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
অনুষ্ঠানে সমিতির ৩০ বছরের কার্যক্রমভিত্তিক একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের চট্টগ্রাম সমিতিগুলোর পাঠানো ভিডিও শুভেচ্ছা বার্তাও প্রদর্শিত হয়।
মেজবানে পরিবেশিত খাবারের মধ্যে ছিল সাদা ভাত, গরুর মাংস, নলা, মেজবানি ডাল ও চিকেন রোস্ট। ডেজার্টে ছিল ফিন্নি, জিলাপি, কেক ও চা।
শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কুইজসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
গত দুই বছর ধরে সমিতির কার্যক্রম সফলভাবে পরিচালনার স্বীকৃতি হিসেবে বর্তমান চেয়ারপার্সন নাজিম উদ্দিনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও সমিতির প্যাট্রন ও শুভাকাঙ্ক্ষীদের মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে চট্টগ্রাম থেকে আগত জনপ্রিয় শিল্পী সাহিল সানজান গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। পাশাপাশি স্থানীয় শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানে আরও আনন্দ যোগ করেন।

শেষপর্বে এনসিএল ট্যুরস অ্যান্ড কলেজ–এর উদ্যোগে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
চট্টগ্রাম সমিতি ইউকে’র এই মেজবান আয়োজন প্রবাসে চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করার পাশাপাশি প্রবাসী চট্টগ্রামবাসীর বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।
অনুষ্ঠানে মেজবানি খাবার সরবরাহ করে লন্ডনের মেজবানি রেস্টুরেন্ট। উল্লেখ্য, গত দুই বছর ধরে এই রেস্টুরেন্ট সমিতির মেজবান অনুষ্ঠানে খাবার সরবরাহ করছে। তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ সমিতির পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
চট্টগ্রাম সমিতি ইউকে তাদের ৩০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান আয়োজন করে আসছে, যার মূল উদ্দেশ্য যুক্তরাজ্যে বসবাসরত চাটগাঁবাসীর মধ্যে পারস্পরিক বন্ধন ও সম্প্রীতির সেতুবন্ধন আরও মজবুত করা।
উক্ত অনুষ্ঠানে লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ, কাউন্সিলর, স্থানীয় সাংবাদিকসহ সমাজের বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











