TV24@bangla ৮ ডিসেম্বর ২০২৫ , ১:৩১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
টিভি২৪ বাংলা : লন্ডনস্থ NotreDamians Europe-এর উদ্যোগে প্রবাসী নটরডেমিয়ানদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের নটরডেম ইউনিভার্সিটির উপাচার্য ড. চার্লি গর্ডন।

সভায় যুক্তরাজ্যে বসবাসরত বিখ্যাত ও ঐতিহ্যবাহী নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. চার্লি গর্ডন জানান, তিনি একজন আমেরিকান নাগরিক হলেও বাংলাদেশে শিক্ষা উন্নয়নে কাজ করতে পারা তাঁর সৌভাগ্য। উন্নত ক্যারিয়ার ছেড়ে নটরডেম ইউনিভার্সিটির দায়িত্ব গ্রহণ করাকে তিনি জীবনের অন্যতম তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, সুযোগ হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তাঁর জীবনের বাকি সময়টুকুও ব্যয় করতে চান।
বাংলাদেশে টেকসই শিক্ষার জন্য উন্নত শিক্ষা প্রতিষ্ঠান, পর্যাপ্ত বাজেট বরাদ্দ, এবং সমসাময়িক শিক্ষা কারিকুলামের বিকাশ জরুরি বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদেরকে নটরডেম ইউনিভার্সিটির শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে সহযোগিতার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থী ব্যারিস্টার ওয়াহিদ মুহাম্মদ মাহবুব, শেখ আব্দুর রহমান, মাবুব আলী খানসুর, ফাহাদসহ আরও অনেকে। সবাই নটরডেম কলেজের স্মৃতিময় দিনগুলোর কথা তুলে ধরেন এবং নটরডেম ইউনিভার্সিটির অগ্রগতিতে ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ব্যারিস্টার ওয়াহিদ মাহবুব তাঁর বক্তব্যে বলেন, নটরডেম ইউনিভার্সিটির মানোন্নয়নে বিদেশে কর্মরত নটরডেমিয়ানদের অভিজ্ঞতা কাজে লাগানো অত্যন্ত জরুরি। উন্নত বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা এসব প্রাক্তন শিক্ষার্থীর এক্সপার্টিজ দেশের উচ্চশিক্ষা খাতে ইতিবাচক অবদান রাখতে পারে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ আব্দুর রহমান।











