TV24@bangla ৪ ডিসেম্বর ২০২৫ , ৩:৩৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক : কানেকটিং কমিউনিটি ট্রাস্ট ইউকের উদ্যেগে এক সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয় পূর্ব লণ্ডনের রেডব্রিজ কাউন্সিলের ইস্টার্ন এভিনিউ এর ফ্লেইম ব্যান্কুয়েটিং হলে ।সংগঠণের সভাপতি আব্দুল মোহিত চৌধুরীর সভাপতিত্বে ও ট্রাস্টি নাসিম আহমদের প্রানবন্ত পরিচালনায় দুই শতাধিক লোকের উপস্থিতি অনুষ্ঠিত এ বার্ষিক ডিনার পার্টিতে অমুসলিমদের মাঝে ইসলামী দাওয়াতের গুরুত্ব ,ইসলাম সম্পর্কে ভুল ধারনার দূরীকরন ও স্থানীয় কমিউনিটিতে সম্প্রীতি সৃষ্টির গুরুত্ব নিয়ে বিভিন্ন আলোচক বক্তব্য রাখেন ।


অনুষ্ঠানে ফাণ্ড রেইজ করেন সংগঠণের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম আবু তাহের চৌধুরী ও বর্তমান সভাপতি আব্দুল মোহিত চৌধুরী ।উপস্থিত অতিথিরা ৪২ হাজার পাউণ্ড প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন ।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন ।তারা হচ্ছেন -বাংলা পোষ্ট পত্রিকার চেয়ারম্যান শেখ মো: মফিজুর রহমান ,টাওয়ার হ্যামলেটসের ডেপুটি স্পীকার কাউন্সিলার বেলাল উদ্দিন ,কাউন্সিলার নুরজাহান ,সাবেক কাউন্সিলার আতাউর রহমান ,শায়েখ আব্দুল ওয়াহিদ সিরাজী ,জনমত পত্রিকার ম্যানেজিং ডাইরেক্টর আমিরুল চৌধুরী ,লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল ,ডাঃ আলাউদ্দিন আহমদ ,সমাজকর্মী রুহি আহমদ ,টিভি ২৪ বাংলার চেয়ারম্যান মোঃমাসুদুর রহমান ,সাংবাদিক রেজাউল করিম মৃধা ,সাংবাদিক মাসুদুজ্জামান প্রমুখ ।
অনুষ্ঠানকে সফল করে তুলতে সংগঠনের সাধারন সম্পাদক শাহার উদ্দিন আহমদ ,ট্রেজারার ফয়সল ,ট্রাস্টি হাফেজ কামাল আহমদ ,ট্রাস্টি আবদাল মিয়া ,ট্রাষ্টি ব্যারিষ্টার শাহজাহান ,ট্রাস্টি আখতার আহমদ ,ট্রাস্টি নাসিম আহমদ সহ সকল দায়িত্বশীল অনেক পরিশ্রম করেন ।











