মাহবুবুর রহমান: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কটিয়াদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।
কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাকুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, সদ্য নির্বাচিত কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনুজ্জামান অপু, কটিয়াদী পৌরসভার চেয়ারম্যান মো: শওকত উসমান, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শারফুল কাদের মনি, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লায়ন সারওয়ার হোসেনসহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
তিনি বলেন, জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ। এ সংগঠনের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, অর্জন ও গৌরবের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে কটিয়াদী উপজেলা আওয়ামীলীগ। অন্যান্য বারের চেয়ে এবার প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য র্যালিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। তাই আগামী ২৩ জুন সর্বোচ্চ সংখ্যক দলের নেতাকর্মী উপস্থিত থেকে দিবসটি উদযাপন করার জন্য আহবান জানান তিনি।