যশোর প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার জোঁকা গ্রামের ঈদগাহের পাশে আইয়ুব আলীর ধানক্ষেত থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
(২ মে) বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করা হয়।তার বয়স আনুমানিক ৩২ বছর হবে, তবে তার পরিচয় জানতে পারেনি পুলিশ।স্থানীয়রা জানান, সকালে ঈদগাহের পাশের মাঠে ধানক্ষেতে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে ছিল। কয়েকজন শ্রমিক ধান কাটতে গেলে লাশটি দেখতে পান। শ্রমিকরা মরদেহটি দেখতে পেয়ে ধান না কেটে ফিরে আসেন। এরপর স্থানীয়দের বিষয়টি জানান। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার পরনে লুঙ্গি এবং লাল রঙের শার্ট ছিল। মরদেহের বুকের বাম পাশে রক্তে ভেজা। বুকের বাম পাশে জখম রয়েছে। বুকের বাম পাশে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, পাশে খেতের মধ্যে পানির একটি খালি বোতল পড়ে ছিল। যুবকের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠান হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।