খেলাধুলা

খেলাধুলা অপরাধমুক্ত সমাজ গড়তে সহায়তা করে – অধ্যক্ষ হেলালী

  TV24@bangla ২১ জুন ২০২৫ , ২:৩৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “খেলাধুলা একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি যুব সমাজকে অপরাধ ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখে।” তিনি আরও বলেন, “শুধু খেলাধুলা নয়, খেলোয়াড়দের ইসলামী আদর্শ ও নৈতিকতার চর্চা করতে হবে যাতে তারা পূর্ণাঙ্গভাবে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।”

২১ জুন শুক্রবার, হালিশহরের একটি স্পোর্টিং মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হালিশহর পশ্চিম শাখা আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সমাপনী দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবিরের হালিশহর পশ্চিম শাখার সভাপতি সাইফুদ্দীন রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহীম রনি, হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সবুজ,

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্রশিবিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কলেজ কার্যক্রম সম্পাদক শাখাওয়াত হোসেন শিপন, সেলিম মু সাইফুদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইব্রাহীম রনি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান প্রজন্ম রাজনৈতিকভাবে অনেক সচেতন। তারা সমাজে অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার। আগামী নির্বাচনে তরুণরা সৎ, আদর্শবান ও ইসলামী নৈতিকতায় গঠিত নেতাদের পাশে দাঁড়িয়ে অপরাধমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, খেলাধুলা কেবল শরীরচর্চার মাধ্যম নয়, এটি মানুষকে শৃঙ্খলাবোধ ও দায়িত্ববোধ শেখায়। তারা তরুণদের খেলাধুলার পাশাপাশি শিক্ষা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা রক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

উক্ত টুর্নামেন্টের বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।