TV24@bangla ২২ জুন ২০২৫ , ১২:২৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাসচাপায় মোহাম্মদ রাজু (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (২২ জুন) দুপুরে দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো কড়ই বাগান এলাকায় ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু উপজেলার দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া এলাকার সাইদুল হক লাকির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বারইয়ারহাট থেকে নিজ বাড়ি হেঁয়াকো ফিরছিলেন রাজু। পথে কড়ই বাগান এলাকায় পৌঁছালে খাগড়াছড়িগামী ‘ইকোনো বাস সার্ভিস’-এর একটি বাস বিপরীত দিক থেকে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই শাকিল চৌধুরী রনি জানান, বারইয়ারহাট থেকে নিজ বাড়ি হেঁয়াকো ফেরার সময় খাগড়াছড়িগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা সবাই খুব শোকাহত। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিকে জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।”
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামাল উদ্দিন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানতে চাইলে দাঁতমারা ফাঁডির ইনচার্জ মো: মোস্তাফিজ জানান, দূর্ঘটনার পর লাশ স্বজনরা নিয়ে গেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।