টিভি২৪ বাংলা: ফটিকছড়ি প্রেসক্লাবের সাধারণ সভা, দ্বি-বার্ষিক নির্বাচন ও নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ জানুয়ারী (শুক্রবার) সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে। দুপুর ২টায় সাধারণ সভা প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী।
এতে সভাপতি- পদে সৈয়দ মোহাম্মদ মাসুদ (দৈনিক নয়া দিগন্ত) সাধারণ সম্পাদক- আবু এখলাছ ঝিনুক (দৈনিক আমার দেশ) সিনিয়র সহ সভাপতি- এস এম মোরশেদ মুন্না (দৈনিক পূর্বকোণ) সহ সভাপতি- এমরান হোসেন ফরহাদ (দৈনিক পূর্বদেশ) যুগ্ম সম্পাদক- মুহাম্মদ নাছির উদ্দিন (দৈনিক কালের কন্ঠ) সহ সম্পাদক- সাইফুর রহমান সোহান (দৈনিক দেশ রুপান্তর) কোষাধ্যক্ষ- আলমগীর নিশান (দৈনিক খবর পত্র ও এশিয়ান টিভি) প্রচার সম্পাদক- আনোয়ার হোসেন ফরিদ (দৈনিক ভোরের ডাক) সমজসেবা সম্পাদক- আহমেদ এরশাদ খোকন (দৈনিক কাল বেলা) সাংস্কৃতিক সম্পাদক- সজল চক্রবর্তী (দৈনিক সবুজ বাংলা) ক্রীড়া সম্পাদক – মোস্তফা কামরুল (দৈনিক বাংলাদেশ প্রতিদিন) পাঠাগার সম্পাদক- শাহনেওয়াজ নাজিম (দৈনিক মানবকন্ঠ) কার্যনির্বাহী সদস্য যথাক্রমে কামাল উদ্দীন চৌধুরী- (দৈনিক কর্ণফুলী) জাহাঙ্গীর উদ্দীন মাহমুদ(দৈনিক চট্টগ্রাম প্রতিদিন) মুহাম্মদ দৌলত শওকত (দৈনিক ভোরের কাগজ)।