জাতীয়

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া কামনা

  TV24@bangla ৩১ জুলাই ২০২৫ , ১১:২৪ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

টিভি২৪ বাংলা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনা করে সংগঠনের নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ৩১ জুলাই এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৩০ জুলাই বুধবার অসুস্থ হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি দেশে বিরাজমান পরিস্থিতিতে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ অবদান রাখছিলেন। এই মুহূর্তে দেশ ও জাতির সার্বিক পরিস্থিতিতে তার অবদান খুবই প্রয়োজন।

তিনি আরও বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে দ্রুত সুস্থতার নিয়ামাত দান করার জন্য আমরা দেশের সকল নাগরিক, সংগঠনের সর্বস্তরের জনশক্তি এবং দেশে-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কায়মনোবাক্যে দোয়া করার আহ্বান জানাচ্ছি; আল্লাহ তাআলা যেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে দ্রুত সুস্থতার নিয়ামাত দান করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার তাওফীক দান করেন আমীন।