টিভি২৪ বাংলা ডেস্ক : চট্টগ্রামের কক্সবাজার উখিয়া-টেকনাফের বহুল আলোচিত সমালোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি প্রকাশ (ইয়াবা বদিকে) আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২০ আগষ্ট) রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার জিইসির মোড় এলাকা থেকে আটক করা হয়েছে বলে, বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ (চট্টগ্রাম) মিডিয়া অফিসার শরিফুল ইসলাম।
শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিক্তিতে নগরী জিইসি এলাকা থেকে আব্দুর রহমান বদিকে আটক করা হয়েছে। তবে কোন মামলায় আটক করা হয়ে এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান।
র্যাব সূত্র জানায়, তাকে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। তার বিরুদ্ধে এর আগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
এ বিষয়ে ঢাকায় র্যাব সদরদপ্তর থেকে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে র্যাব