খুঁজুন
সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে চলতি বোরো মওসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৬:৪১ অপরাহ্ণ
ঈশ্বরদীতে চলতি বোরো মওসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

মো:সজিব হোসেন পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রীর লক্ষ পুরণে বাংলাদেশের বাজারে একটি সুন্দর বাজার ব্যবস্থাপনা সৃষ্টিতে আমাদের সলকে সামিল হতে হবে বলে জানিয়েছেন, পাবনা-৪ আসনের এমপি গালিবুর রহমান শরীফ। আজ মঙ্গলবার সকালে ঈশ^রদী এলএসডি খাদ্যগুদামে আয়োজিত চলতি বোরো মওসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এই কথা বলেন। এলএসডি খাদ্য গুদামের এসএমও মাহফুজ আলম প্যানেলের সভাপতিত্বে এসময় ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাস,উপজেলা খাদ্য কর্মকর্তা শাহিনুর আলম,মুলাডুলি সিএসডি কেন্দ্রিয় খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল হান্নান,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না,কৃষি অফিসার মাহমুদা বেগমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। চলতি বোরা মওসুমে ঈশ^রদীতে মোট ১৬৫৩৯ মেট্রিকটন চাল,২৮০ মেট্রিকটন ধান ও ৩৬৪ মেট্রিকটন গম সংগ্রহের টার্গেট নিয়ে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে ঈশ্বরদী এলএসডি খাদ্যগুদামে ৮২৬৯ মেট্রিকটন চাল,১৮২ মেট্রিক টন গম ও ১৪০ মেট্রিকটন ধান এবং মুলাডুলি সিএসডি কেন্দ্রিয় খাদ্য গুদামে ৮২৭০ মেট্রিকটন চাল,১৮২ মেট্রিক টন গম ও ১৪০ মেট্রিকটন ধান বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথম দিনেই উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৪০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে বলে এলএসডি খাদ্য গুদামের এসএমও মাহফুজ আলম প্যানেল জানিয়েছেন।

চট্টগ্রাম-১০ আসনে হেলালীকে বিজয়ী করে ‘জুলাই বিপ্লব’ সফল করার আহ্বান – মুহাম্মদ নজরুল ইসলাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৮:৫৪ পূর্বাহ্ণ
   
চট্টগ্রাম-১০ আসনে হেলালীকে বিজয়ী করে ‘জুলাই বিপ্লব’ সফল করার আহ্বান – মুহাম্মদ নজরুল ইসলাম

টিভি২৪ বাংলা: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম বলেছেন, “চট্টগ্রাম-১০ আসনে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে বিজয়ী করার মাধ্যমে ‘জুলাই বিপ্লব’ সফল করতে হবে।”

১৪ জুন চট্টগ্রামের ২৫ নম্বর রামপুর ওয়ার্ড জামায়াত আয়োজিত নির্বাচনী কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভাটি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

তিনি বলেন, “জামায়াত ইসলামি একটি আদর্শিক দল। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই আমরা রাজনৈতিক মাঠে সক্রিয় আছি। অধ্যক্ষ হেলালী একজন জননন্দিত নেতা। তাঁর বিজয়ের মধ্য দিয়েই আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তনের সূচনা হবে।”

সভায় সভাপতিত্ব করেন ২৫ নম্বর রামপুর ওয়ার্ড জামায়াতের আমীর ড. শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজী, পাহাড়তলী থানা আমীর নুরুল আলম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি জনাব মকবুল আহমদ।

সভায় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের অবস্থান এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে দুর্নীতি, অন্যদিকে মূল্যবৃদ্ধি ও নাগরিক দুর্ভোগ—সবকিছু মিলিয়ে জনগণ একটি বাস্তব পরিবর্তনের অপেক্ষায় আছে। এই পরিস্থিতিতে অধ্যক্ষ হেলালীর মতো নেতৃত্ব প্রয়োজন।

সমাপনী বক্তব্যে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, “জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করতে চাই। জনগণের রায় যদি পাই, তাহলে সংসদে তাদের কণ্ঠস্বর হব। সকলের সহযোগিতা চাই, যেন আমরা একটি কল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠা করতে পারি।”

বিচার ও সংস্কার নিশ্চিত করে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন শাহজাহান চৌধুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৮:৫১ পূর্বাহ্ণ
   
বিচার ও সংস্কার নিশ্চিত করে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন শাহজাহান চৌধুরী

নিউজ ডেস্ক: বিচার ও সংস্কার নিশ্চিত করে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে করতে হবে, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সভায় শাহজাহান চৌধুরী।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থেকে এবং বিচার ও সংস্কার নিশ্চিত করে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

রবিবার (১৫ জুন) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর দেওয়ানবাজারস্থ বিআইএ কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী ও হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী সবুজ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী আরও বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস বিগত ৬ জুন জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। তার এই ঘোষণার পর লন্ডন সফরকালে একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় ঘটেছে বলে আমরা মনে করি। এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণœ করেছে। আমরা মনে করি, প্রধান উপদেষ্টা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এ ব্যাপারে তার অভিমত প্রকাশ করবেন।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে প্রধান উপদেষ্টা একটি দলের সাথে বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিং করায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে। যেখানে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল সক্রিয়ভাবে বিদ্যমান, সেখানে শুধু কোনো একটি দলের সাথে আলাপ করে দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সঠিক বলে বিবেচিত হতে পারে না।

বৈষম্যহীন সমাজ করতে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করতে হবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
   
বৈষম্যহীন সমাজ করতে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করতে হবে

টিভি২৪ বাংলা: জুলাই আন্দোলনের যোদ্ধাদের স্বপ্ন ন্যায় ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াত মনোনীত প্রার্থীদের আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে চট্টগ্রাম মহানগরীর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর নজরুল ইসলাম।

শুক্রবার  (১৩ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আমীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শূরা ও কর্মপরিষদ সদস্য ও নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জনাব মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ❝জুলাই আন্দোলনে যারা শহীদ ও গাজী হয়েছেন তাদের সব সময় স্মরণে রাখতে হবে। তাদের স্বপ্ন ন্যায় ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জামায়াত মনোনীত প্রার্থীদের আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে।❞

উক্ত দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী ও চট্টগ্রাম-১০ আসনের জামায়াত মনোনীত প্রার্থী জনাব অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, মহানগরী জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, হালিশহর থানা জামায়াতের আমীর জনাব ফখরে জাহান সিরাজী। বিশেষ অতিথির বক্তব্যে শামসুজ্জামান হেলালী বলেন, ❝সংগঠন সম্প্রসারণ ও নির্বাচনের কাজগুলোকে সামঞ্জস্য করে নির্বাচনের কাজগুলোকে দ্রুত এগিয়ে নিতে হবে। আগামী নির্বাচন দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে বিজয়ী হতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে একযোগে কাজ করতে হবে।