সোহেল রানা,কুড়িগ্রাম:
কুড়িগ্রামে মহাসড়কে অভিযান পরিচালনা করে পণ্যবাহী যানবাহন থেকে চাঁদাবাজি চক্রের ৪ জনকে আটক করেছে র্যাব-১৩ কুড়িগ্রামের বিভিন্ন স্থানে পণ্যবাহী যানবাহন থেকে বেআইনিভাবে বিভিন্ন উপায় অবৈধভাবে রশিদ প্রদান করে চাঁদা উত্তোলন করে আসছিল বিভিন্ন সুযোগ সন্ধানী গোষ্ঠী। তারা বিভিন্ন সময়ে লাঠিসোটা দেখিয়ে পণ্যবাহী যানবাহন থামিয়ে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। মহাসড়কের মোড়ে মোড়ে এসব চাঁদাবাজদের দৌরাত্ম দিন দিন বেড়েই চলছিল। বিষয়টি র্যাব-১৩ এর নজরে আসলে সেটি নিয়ে র্যাব-১৩ গোয়েন্দা অনুসন্ধান শুরু করে।
এরই ধারাবাহিকতায় রংপুর বিভাগের কুড়িগ্রামসহ তিন জেলায় অভিযান পরিচালনা করে ১১ জন চাঁদাবাজকে গ্রেফতার করে র্যাব-১৩। গত ১৮ মে ২০২৪ তারিখ অনুমান সাড়ে ১০টায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের জয়বাংলা মোড়ে অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-কুড়িগ্রাম পৌর এলাকার চৌধুরীপাড়া গ্রামের মোঃ জাবেদ (৩৪) মুক্তারপাড়া গ্রামের মোঃ বেলাল হোসেন (২৭) কেচাপাড়া গ্রামের মোঃ ইব্রাহিম আলী ও হারাগাছ এলাকার সাহাবুল ইসলাম। পরে গ্রেফতারকৃতদের থানার পুলিশের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে র্যাব-১৩ অধিনায়কের পক্ষে স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক পত্রে মহাসড়কে যেকোনো ধরনের অবৈধ চাঁদাবাজি কঠোর হস্তে দমনের কথা জানান।
সোহেল রানা
তারিখ: ১৯.০৫.২৪
০১৩০৮-১৪০০৪৯