সোহেল রানা,কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে নানা কর্মসুচি ও বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ১১ টার উপজেলা আওয়ামী লীগের উদ্দোগে দলটির সাধারণ সম্পাদকের নিজ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,
রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহকারী অধ্যাপক এরশাদুননবী নবীন,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেরা সুলতানা হ্যাপি,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক,আশীষ সরকার উত্তম,উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাজেদুর রহমান সাজু সহ আওয়ামীলীগ,ছাত্রলীগ,
সেচ্ছাসেবকলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন শেষে র্যালি বের হয়ে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নিজ কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভায় অংশ নেন নেতাকর্মীরা।
এছাড়াও দিনব্যাপী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।