TV24@bangla ১৫ আগস্ট ২০২৪ , ১:১৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি: দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করেছে পটুয়াখালীর বাউফল উপজেলা ও পৌর বিএনপি।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পাবলিক মাঠে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মোঃ শহিদুল আলম তালুকতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তসলিম তালুকদার, মোঃ জলিলুর রহমান, প্রফেসর জসিম উদ্দিন,অলিউল মজিদ সহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের প্রেতাত্মারা এখন বিভিন্ন এলাকায় বিভিন্ন পাড়া-মহল্লায় বিরাজমান, তারা যড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এ যড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।