টিভি২৪ বাংলা: ফটিকছড়ি প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য, লন্ডনস্থ লীম ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদর রহমানের রত্নগর্ভা মায়ের মৃত্যুতে ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোকে এক শোক সভা ও দোয়া মাহফিল উপজেলা সদরস্থ ফটিকছড়ি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে (১৩ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে । ফটিকছড়ি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুক’র যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফখরুল আলম, মো. নাজিম উদ্দীন, দৌলত শওকত, সজল চক্রবতী, সৈয়দ মাসুদ, মো. কামাল উদ্দিন, মো. এমরান হোসেন ফরহাদ , সাইফুর রহমান সোহান, নাছির উদ্দীন, কাউছার সিকদার, কামাল উদ্দিন চৌধুরী, আহমেদ এরশাদ খোকন, আনোয়ার হোসেন ফরিদ, এম জুনায়েদ, শাহনেওয়াজ নাজিম, মোস্তফা কামরুল।
সভায় মাসুদুর রহমানের মমতাময়ী মা’র মৃত্যুতে রূহের মাগফিরাত কামনা করে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন- লায়লা বেগম ছিলেন একজন রত্নগর্ভা মা। তিনি তার সন্তানদের চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলেছেন। তারা দেশ বিদেশে মানবিক ও সামাজিক কাজে জড়িত। তাদের মহৎকর্মগুলো তাদের মায়ের জান্নাতের উসিলা হবে।