নিউজ ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে কুইনস কমিউনিটি সেন্টার এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা মুহাম্মদ শাহজাহান।
বক্তব্যে তিনি বলেন,আমাদের কর্মক্ষেত্র শ্রমিক অঙ্গন এটি আমাদের মনে রাখতে হবে, জাতীয় বাজেটে লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে শ্রমিকদের ঘাম, শ্রমিকের রক্ত সব থেকে বেশি অগ্রণী ভূমিকা রাখে, কল কারখানা ফ্যাক্টরি থেকে শ্রমিকের উপাদান মাইনাস করলে সব ধরনের প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, সুতরাং শ্রমিকদের অবদান অস্বীকার করার কোন সুযোগ নেই, বিশ্ব অর্থনীতি চালিকাশক্তি হচ্ছে শ্রমিকেরা, সভ্যতার জন্য বেশি দিয়েছে শ্রমিকেরা উন্নয়নের জন্য বেশি দিয়েছে শ্রমিকেরা কিন্তু পেয়েছে কম,শ্রমিক অঙ্গন বেশি জুলুম এবং নির্যাতনের শিকার, এই জায়গা থেকে আমরা শ্রমিকদের বের করে এনে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে চাই, আমাদের নবী মুহাম্মদ (সাঃ)শ্রমিকদের সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন। সব জায়গায় ইসলামি শ্রম নীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের পূর্ণাঙ্গ অধিকার নিশ্চিত করা হবে, এদেশে যারা জন্মগ্রহণ করেছেন তারা সবাই এদেশের গর্বিত নাগরিক। মাইনোরিটি শব্দটি ব্যবহার করে দেশের বাইরে থেকে একটি গোষ্ঠী তাদের স্বার্থ হাসিল করতে চায়। আমরা একটি বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গঠন করতে চাই।
তিনি আরও বলেন, সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। আমরা দেশের মানুষের সেবা করার জন্য সবার সহযোগিতা চাই। এই দেশ নতুনভাবে গড়তে হবে। এই দেশ গড়তে হলে সন্ত্রাস, চাঁদাবাজ কলঙ্কমুক্ত কিছু মানুষ দরকার। সংস্কার এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে পরিচ্ছন্ন নেতৃত্ব তৈরি করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের ত্যাগ এখনও শেষ হয় নাই। আরও অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আরও অনেক পথ পাড়ি দিতে হবে। যে জাতির নেতারা ঘুমিয়ে থাকে সে জাতি যেকোনো সময় বিপদের সম্মুখীন হতে পারে।
সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশন উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বক্করের সভাপতিত্বে জেলা সেক্রেটারি জানাব জসিম উদ্দিন আজাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব লস্কর মোহাম্মদ তসলিম,চট্টগ্রাম অঞ্চল উপদেষ্টা অধ্যাপক নুরুল আমিন চৌধুরী,চট্টগ্রাম উত্তর জেলার প্রধান উপদেষ্টা চট্রগ্রাম -৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব আলাউদ্দিন সিকদার, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, জেলা উপদেষ্টা জনাব আব্দুল জব্বার, অধ্যাপক ফজলুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইছহাক,শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইনন,জেলা নেতা কাজী নজরুল ইসলাম, আজিজ আহমদ চৌধুরী, মুহাম্মদ আবু তাহের,জনাব নুরুল ইসলান টিটু,জনাব আবুল হাসেম প্রমুখ।