TV24@bangla ১৩ অক্টোবর ২০২৪ , ১:৪২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বৃহত্তর ফটিকছড়ি উপজেলার মেধাবী শিক্ষার্থীদের সংগঠন ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা ফটিকছড়ি উপজেলা পরিষদের শহিদ শফিকুন নূর মাওলা বীর প্রতীক গণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
২০০৯ সালের ১৩ই অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফটিকছড়ির মেধাবী শিক্ষার্থীদের হাত ধরে ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের যাত্রা শুরু হয়।সেই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান,সৃজনশীলতা বৃদ্ধি ,বুদ্ধিবৃত্তিক উন্নয়ন,ফটিকছড়ির শিক্ষা ও সামাজিক উন্নয়ন এবং সম্প্রীতির বন্ধন অটুট রাখার মাধ্যমে ১৬ তম বর্ষে পদার্পণ করল এ সংগঠনটি।

জাতীয় সংগীত পরিবেশনা ও জুলাই অভ্যুত্থানে শহীদের স্মরণে নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অত্র এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা সুক্তার সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি এন.এম রহমতুল্লাহ, প্রতিষ্ঠাকালীন সদস্য এ.কে করিম, প্রতিষ্ঠাকালীন সদস্য সারদুল কুতুব চৌধুরী,প্রতিষ্ঠাকালীন সদস্য মোস্তফা রাসেল,প্রতিষ্ঠাকালীন সহ-প্রচার সম্পাদক মিজানুর রহমান,সাবেক সহ-সভাপতি শাকিল মাহমুদ, সাবেক সভাপতি বেলাল উদ্দিন, সাবেক সভাপতি কায়ছার মাহমুদ বিজয়, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নোমান, সাবেক সদস্য আব্দুল আজিজ মামুন,সাবেক সভাপতি রবিউল হোসেন , সাবেক সহ সভাপতি রায়হান আবদুল্লাহ, সাবেক সহ সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি দাউদুল করিম সিকদার, সাবেক সহ সভাপতি আব্দুল বারেক সুজন, কার্যকরী কমিটি ও বর্তমান সদস্যবৃন্দ।
উপস্থিত সকলে প্রতিষ্ঠালগ্ন থেকে যাদের আন্তরিকতা ও পরিশ্রমে সংগঠন এতদূর এগিয়ে গেল তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং আর বেশি শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখে সম্প্রীতির বন্ধনে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যাশা করেন।সভাপতি রায়হান মোনতাসির সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার বক্ত্য করেন।











