নিউজ ডেস্ক: আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে কুতুবদিয়ায় এতিম ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার (৩ জানুয়ারি) আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় এতিম ও দরিদ্র শীতার্ত মানুষের মাজে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রজেক্টের আওতায় একজন বৃদ্ধকে ১ টি নতুন রিক্সা উপহার, কৈয়ারবিল ৩নং ওয়ার্ডস্থ কেরানী জামে মসজিদে টিউবওয়েল উদ্ভোধন, ১০টি হেফজ ও এতিমখানায় প্রায় পাচ শতাধিক কোরআনের হাফেজ ও এতিমদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা সহ দক্ষিণ ধূরুং এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৭ টি পরিবারের মাঝে ১৪ বান টিন ও শীতের কম্বল বিতরণ করা হয়
দিনব্যাপী এসব কর্মসুচী বাস্তবায়নে উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি সায়েদুল আলম মামুন, সাধারণ সম্পাদক রাশেদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মহিম মিজান, সদস্য ফজল করিম, নুরুল আজম কুতুবী, রমিজ উদ্দীনসহ কুতুবদিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।