চট্টগ্রাম অঞ্চল

চট্টগ্রাম ছাত্রশিবির নেতৃবৃন্দের সাথে  মহানগরী জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

  TV24@bangla ২৪ জুন ২০২৫ , ৬:২৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক: ৩৬ জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দোসরদের রুখে দিতে হবে, চট্টগ্রাম ছাত্রশিবির নেতৃবৃন্দের সাথে  মহানগরী জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভায় নজরুল ইসলাম!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন- ছাত্রশিবির একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। সৎ, যোগ্য ও মেধাবী নেতৃত্ব তৈরি করাই ছাত্রশিবিরের কাজ। ছাত্রশিবিরের নেতাকর্মীদের ত্যাগ ও কোরবানির বিনিময়ে ৫ আগস্টের বিপ্লব সাধিত হয়েছে। ৩৬ জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দোসরদের রুখে দিতে হবে।

আজ ( ২৪ জুন) মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ের (বিআইএ) মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর, দক্ষিণ, চবি ও ইবি নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

উক্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং চট্টগ্রাম-১০( খুলশী, পাহাড়তলী ও হালিশহর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশেন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, ছাত্রশিবির নগর উত্তর সভাপতি তানজির হোসেন জুয়েল, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহিম হোসেন রনি, চবি সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, নগর উত্তর সেক্রেটারি মুমিনুল হক, চবি সেক্রেটারি মোহাম্মদ আলী প্রমুখ।

সভায় আরও উপস্থিতি ছিলেন- নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, অধ্যাপক মুহাম্মদ নুর, আমির হোছাইন, প্রফেসর মাহবুবুর রহমান, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, হামেদ হাসান ইলাহী, ফখরে জাহান সিরাজী প্রমুখ।