চট্টগ্রাম অঞ্চল

ফটিকছড়িতে মাদ্রাসা ছাত্রকে ছুরি দিয়ে জখম করে করে ছিনতাই

  TV24@bangla ১৯ জুলাই ২০২৫ , ৬:৩৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পেলাগাজী দীঘির পাড়ে এক হাটহাজারী মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। তবে ঐ মাদ্রাসাে পরিচয় এখনো পাওয়া যায়নি।

কাঞ্চননগর ইউনিয়ন আনসার ভিডিপি দল নেতা সাজেদুল ইসলাম জানান, রাতে পেলাগাজী দীঘির পাড় এলাকায় গোঙানির শব্দ শুনে তারা এগিয়ে যান। সেখানে গিয়ে দেখেন, এক তরুণ রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। আহত তরুণের সাথে কথা বলে জানা যায় সে হাটহাজারী মাদ্রাসার ছাত্র। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।