চট্টগ্রাম অঞ্চল

উখিয়া-টেকনাফে জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়

  TV24@bangla ১১ জুন ২০২৫ , ৫:৫৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক: বৈষম‍্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মানে সৎ-যোগ্য নেতৃত্ব অপরিহার্য মুহাম্মদ শাহজাহান।

চট্টগ্রাম ১১ জুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা শাখার উদ্যোগে উখিয়া ও টেকনাফ উপজেলা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ। বুধবার (১১ জুন) অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইসলামী আন্দোলনের নির্বাচনী রূপরেখা কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শ, নৈতিকতা ও জনকল্যাণমূলক রাজনীতির ওপর প্রতিষ্ঠিত। জামায়াতে ইসলামী নির্বাচনে বিজয়ী হবার মাধ্যমে একটি বৈষম‍্যহীন মানবিক নতুন বাংলাদেশ বিনির্মান করে জুলাই বিপ্লবের চেতনা ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় সৎ, যোগ্য ও আমানতদার প্রার্থী নির্বাচন করে থাকে। সাধারণ মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি দমন এবং নৈতিক শিক্ষা এবং ইসলামী মূল্যবোধের মতো বিষয়গুলোতে জামায়াত অঙ্গীকারবদ্ধ। নির্বাচনে বিজয়ের ক্ষেত্র তৈরিতে নেতা-কর্মীদের কঠোর পরিশ্রম ও বলিষ্ঠ ভূমিকা পালনের জন্য উদাত্ত আহবান জানান।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে জেলা আমীর বলেন, দলের ভিতর-বাহিরে চোখ-কান খোলা রাখতে হবে। দলীয় ঐক্য রক্ষা, ষড়যন্ত্র প্রতিরোধ ও রাজনৈতিক বাস্তবতায় সজাগ থাকার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা জামায়াতের সম্মানিত সেক্রেটারি জাহেদুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উখিয়ার-টেকনাফ ৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, আরো বক্তব্য রাখেন জেলা সমাজকল্যাণ সম্পাদক ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল এবং টেকনাফ উপজেলা আমীর মাওলানা রফিকুল্লাহ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উখিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক।
এছাড়া আরও বক্তব্য রাখেন উখিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা সোলতান আহম্মদ, টেকনাফ উপজেলা সেক্রেটারি মাওলানা ফুরকান আহমদসহ উখিয়া ও টেকনাফ উপজেলার নেতৃবৃন্দ।