চট্টগ্রাম অঞ্চল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নববাকের “নবীন বরণ, উদ্ভিদ উদ্যান পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৫” সম্পন্ন-

  TV24@bangla ২৯ অক্টোবর ২০২৫ , ৬:২০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

টিভি২৪ বাংলা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘নববাক’ ২০২৪-২৫ কার্যকরী পরিষদ কর্তৃক আয়োজিত রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে “নবীন বরণ, উদ্ভিদ উদ্যান পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনে নববাক পরিবারের নবীন ও প্রবীণ সদস্যবৃন্দ, সাবেক শিক্ষার্থীরা এবং শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

জান্নাতুন নাঈম খুকীর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয় এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নববাকের সভাপতি জান্নাতুন নাঈম জেনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবীব এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক।

নববাকের সাথে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন —
জনাব মুনমুন নেসা চৌধুরী (সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), ড. কাজী মোহাম্মদ মেসবাউল আলম (অধ্যাপক, উদ্ভিদবিদ্যা বিভাগ), ড. মো. জাফর উল্লাহ তালুকদার (অধ্যাপক ও ডীন, আইন বিভাগ), ড. মোহাম্মদ জসিমউদ্দিন (অধ্যাপক, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ), ড. মোহাম্মদ জোবাইদুল আলম (অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ), মোহাম্মদ মোজ্জাম্মেল হক (সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ) এবং ড. শিরিন আখতার (সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ)।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সদস্যরা।

দিনব্যাপী অনুষ্ঠানে ছিল উদ্ভিদ উদ্যান পরিদর্শন, নবীনবরণ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র। খেলাধুলার মধ্যে ছিল মেয়েদের বল থ্রো, ছেলেদের মিউজিকাল চেয়ার । সাংস্কৃতিক পর্বে একক ও যৌথ গান, নাচ, আবৃত্তি এবং র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং বিকেল ৫ টায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

“নবীন বরণ, উদ্ভিদ উদ্যান পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৫”-এর সার্বিক দায়িত্বে ছিলেন নবীনবরণ ও অনুষ্ঠান আয়োজন উপকমিটি।
উপকমিটির আহ্বায়ক নাযিফা ইহসাস ঈকার, সদস্য সচিব সাইফুল ইসলাম তানিম এর নেতৃত্বে পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।
উপকমিটির সদস্যরা ছিলেন — মুবিন, রাকিব, সাইমন, লিপি, আকিল, তাসনিম, তালেব, সাকিব, এলিন ও মোবারক।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনের সূচনা মুহূর্তকে স্মরণীয় করে রাখা এবং নবীন–প্রবীণদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন লিম ফাউন্ডেশন বাংলাদেশ।