TV24@bangla ১০ ডিসেম্বর ২০২৫ , ৬:২১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
এরশাদ উল্লাহ : চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের অনুসারীরা কথায় নয় কাজেই বিশ্বাসী। বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার প্রকৃত স্বপ্ন দ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটাই প্রকৃত ইতিহাস, এটাই চির সত্য। আর এ সত্যটাকে আরও দৃঢ়ভাবে তরুণ প্রজন্মের কাছে পৌছে দিতে আমরা আপনারা তরুণদের দ্বারস্থ হয়েছি ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার মধ্যদিয়ে শহীদ জিয়ার স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ গঠনে আপনার একটি মূল্যবান ভোট প্রদানের মধ্যে দিয়ে দেশের সমৃদ্ধির উন্নয়ন ও গণতন্ত্র আরও শক্তিশালী হবে। বোয়ালখালীবাসীর সাথে শহীদ জিয়া এবং ধানের শীষের আত্মার সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে এরশাদ উল্লাহ আরও বলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিশেহারা জাতিকে মুক্তির পথ দেখানো শহীদ জিয়া এই বোয়ালখালীর মাটিতে দাঁড়িয়ে সেদিন পরাজিত পাক বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরে নিজে যেমন যুদ্ধে নিজে ঝাপিয়ে পড়েছিলেন, তেমনি মুক্তিযোদ্ধাদেরও সরাসরি প্রশিক্ষণ দিয়ে স্বাধীনতার বিজয় সুনিশ্চিতের জন্য সাহস ও উৎসাহিত করেছিলেন। উল্লেখ করে তিনি বোয়ালখালীবাসিসহ চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের সর্বসাধারণের কাছে অসুস্থ দলের চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদার জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়ার আবেদন জানান। আজ ১০ ডিসেম্বর বিকালে বোয়ালখালীর আওতাধীন কালুরঘাট, বাদামতল, পশ্চিম গোমদন্ডি, জমাদার হাট, চরখিজিরপুর, টেক্স ঘর, বোয়ালখালী উপজেলা চত্বর সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারণায় অংশ নিয়ে বিএনপির দলীয় প্রার্থী এরশাদ উল্লাহ এ কথাগুলো বলেন। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জননেতা আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপি সদস্য মেহেদী হাসান সুজন, শহীদুল্লাহ চৌধুরী, নুরুল করিম নুরু, আজগর, বোয়ালখালীর সাবেক সংসদ সদস্য মরহুম সিরাজুল ইসলামের পুত্র শফিকুল ইসলাম শাহীন সহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনেরনেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এরশাদ উল্লাহ এ নির্বাচনীয় গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন।











