চট্টগ্রাম অঞ্চল

সীতাকুণ্ডে শ্রমিক ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

  TV24@bangla ২০ জুন ২০২৫ , ৬:০৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম), প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে “ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের প্রধান উদ্দেশ্য ছিল সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, দায়িত্বশীলদের মাঝে দায়বদ্ধতা জাগ্রতকরণ, নেতৃত্বের বিকাশ ও আদর্শিক ভিত্তিতে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলাউদ্দিন শিকদার, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম উত্তর জেলা। তিনি তাঁর বক্তব্যে বলেন—

> “শ্রমজীবী মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই। নির্বাচনী প্রক্রিয়ায় ইসলামী শ্রমনীতির পক্ষে জনমত গড়ে তুলতে হবে।”

সভাপতিত্ব করেন: শ্রমিকনেতা মুঃ মিছবাহুল আলম রাসেল, সভাপতি, সীতাকুণ্ড উপজেলা শাখা।
পরিচালনায় ছিলেন: আশরাফ হোসেন মাসুম, সাধারণ সম্পাদক, সীতাকুণ্ড উপজেলা শাখা।

সম্মেলনের প্রধান বক্তা ছিলেন:
জনাব আনোয়ার ছিদ্দিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম উত্তর জেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

জনাব জসিম উদ্দিন আজাদ, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা, শ্রমিক কল্যাণ ফেডারেশন

মাওঃ মিজানুর রহমান, উপদেষ্টা ও আমীর, সীতাকুণ্ড উপজেলা

মোঃ তাহের, উপদেষ্টা, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও সেক্রেটারি, জামায়াতে ইসলামী, সীতাকুণ্ড উপজেলা

এছাড়াও সম্মানিত উপদেষ্টা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন:
এডভোকেট আশরাফুল রহমান, আহসান হাবীব হিরু, শামসুল হুদা, আবুল হোসেন, হাফেজ আলী আকবর, আরো উপস্হিত ছিলেন
শ্রমিকনেতা, আবেদ শাহ্, ওমর ফারুক চৌধুরী, ইসমাইল হোসেন সিরাজী, ইব্রাহিম খলিল, মাহমুদুল করিম, নেছার আহমদ, মাহমুদুর রহমান ফারহান, ইসমাইল হোসেন চৌধুরী,মুবিন শরিফ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল শ্রমিক নেতৃবৃন্দ।