TV24@bangla ৯ জুন ২০২৫ , ৯:৫৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন, আগামী নির্বাচন হবে মানুষের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও গণতন্ত্রভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার নির্বাচন।
সোমবার (৯ জুন) বিকেলে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়ন জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচন হবে ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ। নারী-পুরুষ ও সব ধর্ম-বর্ণের মানুষ যেন ন্যায্য অধিকার ও সুশাসনের সুফল ভোগ করতে পারে, সে লক্ষ্যেই আমাদের প্রস্তুতি নিতে হবে।
নুরুল আমিন আরও বলেন, আমাদের এখন থেকেই নির্বাচনী মাঠে ব্যাপক প্রস্তুতি নিয়ে নামতে হবে। বিজয়কে সামনে রেখে সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সুধী সমাবেশে ইউনিয়ন জামায়াতের সভাপতি এরশাদুল্লাহ সভাপতিত্ব করেন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, সহকারী অফিস সেক্রেটারি এজাহারুল ইসলাম, ছাত্রশিবির উত্তর জেলা সভাপতি শওকত আলী, ফটিকছড়ি থানা নায়েবে আমির এডভোকেট ইসমাইল গনি, থানা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, সাবেক শিবির নেতা সাইফুদ্দীন খালেদ, জাহাঙ্গীর আলম, শহিদুল্লাহ তালুকদার, ডা. ফকরুল ইসলাম এবং শ্রমিক নেতা গাজী বেলাল।