চট্টগ্রাম অঞ্চল

চটগ্রাম উত্তর জেলা রুকন প্রার্থীদের দিনব্যাপী কর্মশালায় আলাউদ্দিন সিকদার

  TV24@bangla ২৬ জুলাই ২০২৫ , ৫:০৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রুকন হওয়া মানে হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেকে পুরোপুরি উৎসর্গ করা। চটগ্রাম উত্তর জেলা রুকন প্রার্থীদের দিনব্যাপী কর্মশালায় আলাউদ্দিন সিকদার।

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চটগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার বলেন রুকনের প্রথম কাজ হলো—দাওয়াহ। সমাজের প্রতিটি স্তরে ইসলামের দাওয়াত পৌঁছানো আমাদের দায়িত্ব।রুকন হওয়া মানে হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেকে পুরোপুরি উৎসর্গ করা। এটা শুধুমাত্র সদস্য হওয়া নয়, বরং একজন মুজাহিদের ভূমিকায় অবতীর্ণ হওয়া, একজন রুকনের দায়িত্ব হলো সংগঠনের প্রতি আমানতের হক আদায় করা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে দ্বীনী কার্যক্রমে অংশ নেওয়া, রুকন মানে একতা, সংহতি, ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া। নিজেদের মাঝে ভালোবাসা, সহযোগিতা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি।

২৬ জুলায়, শনিবার সকাল ৯.০০ টা থেকে বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) হল রুমে জামায়াত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত দিনব্যাপী রুকন প্রার্থী কর্মশালায় সভাপতি বক্তব্যে তিনি এসব কথা বলেন

জেলা সেক্রেটারি আব্দুল জব্বার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল কুদ্দুছ, অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুন্নবী, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, মাওলানা মুহিউদ্দীন, জেলা সহকারী অফিস সেক্রেটারি এজাহারুল ইসলাম প্রমূখ।

আলাউদ্দিন সিকদার আরো বলেন রুকন হওয়া কোনো মর্যাদার পদ নয়, এটি এক মহান দায়িত্ব। আমাদের পথের আদর্শ হলেন নবী করিম ﷺ, সাহাবায়ে কেরাম, এবং ইসলামের প্রতিটি মুজাহিদ। তারা দ্বীনের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন। আমাদেরও সেই সুমহান আদর্শকে অনুসরণ করতে হবে।আসুন, আমরা এই প্রতিজ্ঞা করি—আমরা নিজেদের জীবন, মেধা, সময় ও সম্পদ—সবকিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দেবো, ইনশাআল্লাহ।